রাজা দাস, বালুরঘাট: গঙ্গারামপুরে বুথ পরিদর্শনে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার৷ তাঁর অভিযোগ, তৃণমূলের পতাকা লাগান টোটোতে করে ভোটারদের ভোট দিতে নিয়ে আসা হচ্ছিল৷ ঘটনার প্রতিবাদ করায় তাঁর উপর চড়াও হয় তৃণমূলের কর্মী-সমর্থকরা৷ ঘটনাকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী৷
[আরও পড়ুন: ‘এই বুথ আমার’, পুলিশ আধিকারিককে হুমকি প্রাক্তন তৃণমূল বিধায়কের ]
জানা গিয়েছে, এদিন সকালে বালুরঘাটের গঙ্গারামপুরের ৫৪ নম্বর বুথ পরিদর্শনে যান সুকান্ত মজুমদার৷ গিয়ে দেখেন তৃণমূলের পতাকা লাগান গাড়িতে করে ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে আসছেন শাসকদলের কর্মী-সমর্থকরা৷ এরপরই স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কাছে এবিষয়ে অভিযোগ জানান তিনি৷ অভিযোগ পেয়ে টোটো থেকে তৃণমূলের পতাকা খুলে দেন নিরাপত্তাকর্মীরা৷ বিজেপি প্রার্থীর অভিযোগ, এরপরই তাঁর উপর চড়াও হয় তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকরা৷ এলাকা না ছাড়লে, তাঁকে ‘দেখে নেওয়া’র হুঁশিয়ারি দেওয়া হয়৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷ তৃণমূলকর্মীদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়৷ এই ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানান হবে বলে জানিয়েছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী৷ যদিও তৃণমূলে তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে৷
[আরও পড়ুন: ইটাহারে বোমা বাঁধতে গিয়ে জখম তিন বিজেপি সমর্থক, এলাকায় উত্তেজনা ]
পাশাপাশি, দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত বালুরঘাট লোকসভার অন্তর্গত তপন বিধানসভা৷ সেখানকার একটি বুথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর অভিযোগে সরব হয়েছে বিজেপি৷ দুষ্কৃতীদের ধারাল অস্ত্রের কোপে মাথায় গুরুতর চোট পান এক বিজেপি সমর্থক৷ জখম ব্যক্তির নাম মন্টু রায়৷ জখম সমর্থককে দেখতে সেখানে যান বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত রায়৷ তাঁর অভিযোগ, ‘‘সোমবার রাত থেকেই এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ আজও তাই করেছে৷ এলাকার একাধিক বাড়িতে ভাঙচুর চালান হয়েছে৷ আমাদের এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে৷’’ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷
একদিকে যখন শাসকদলের বিরুদ্ধে সরব বিরোধীরা৷ তখন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছে তৃণমূল৷ এই মর্মে চিঠি দিয়ে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি অমল আচার্য৷ একই অভিযোগ উঠেছে মালদহের ইংরেজবাজারেও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.