Advertisement
Advertisement
মুকুটমণি অধিকারী, মনোনয়ন, রানাঘাট

চাকরি থেকে অব্যাহতি মেলেনি, মনোনয়ন নিয়ে এখনও সংশয়ে বিজেপি প্রার্থী

ডামি প্রার্থীকে দিয়ে মনোনয়ন পেশের ভাবনা জেলা বিজেপির।

BJP candidate of Ranaghat fails to submit her nomination paper
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 9, 2019 1:48 pm
  • Updated:April 17, 2019 6:02 pm  

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: একই দিনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নদিয়ার দুই লোকসভা কেন্দ্রের তৃণমূলের দুই প্রার্থী মহুয়া মৈত্র ও রূপালী বিশ্বাস। আবার একই দিনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সিপিএমের দুই প্রার্থী শান্তনু ঝাঁ ও রমা বিশ্বাসও। সোমবার মনোনয়নপত্র জমা দেন কংগ্রেসের প্রার্থী ইনতাজ আলি শাহ ও মিনতি বিশ্বাস। কথা ছিল, এদিনে মনোনয়নপত্র জমা দেবেন বিজেপির দুই প্রার্থী কল্যাণ চৌবে ও মুকুটমণি অধিকারী। কিন্তু তা হল না। কৃষ্ণনগরের প্রার্থী কল্যাণ চৌবে মনোনয়নপত্র জমা দিলেও এদিন মনোনয়নপত্র জমা দিতে পারলেন না রানাঘাটের প্রার্থী মুকুটমণি অধিকারী।

[আরও পড়ুন: নববর্ষে মোদি ক্যালেন্ডার-লাড্ডু হাতে জনসংযোগের ভাবনা বিজেপির]

আদৌ রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিপক্ষকে টক্কর দিতে পারবেন কি মুকুটমণি অধিকারী? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে জেলা বিজেপি কার্যালয়ে৷ সূত্রের খবর, পেশায় সরকারি হাসপাতালের চিকিৎসক মুকুটমণি অধিকারী চাকরিতে ইস্তফাপত্র দিলেও, সোমবার বিকেল পর্যন্ত তা মঞ্জুর হয়নি। তিনি হাতে পাননি নো-অবজেকশন সার্টিফিকেট বা এনওসি। সেই কারণেই সোমবার তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এখন হাতে সময় মাত্র আজকের দিনটি। কারণ মঙ্গলবারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেই কারণে তাঁর মনোনয়ন পেশের সম্ভাবনা যথেষ্ট ক্ষীণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

[আরও পড়ুন: পানীয় জলের সমস্যার সমাধান নেই, প্রতিবাদে ভোট বয়কটের ডাক জামুরিয়াবাসীর]

এই বিষয়ে বিজেপির নদিয়া (দক্ষিণ)-এর সাংগঠনিক সভাপতি জগন্নাথ সরকার জানিয়েছেন, ‘সোমবার মুকুটমণি অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। স্বাস্থ্য দফতরের এনওসি পাওয়ার জন্য তিনি সার্বিকভাবে চেষ্টা করছেন। ইতিমধ্যেই, নির্বাচন কমিশনের কাছে আবেদনও করা হয়েছে। এমনকী আইনের দ্বারস্থও হয়েছেন তিনি। আজ হাইকোর্টে সেই মামলার শুনানির কথাও রয়েছে। আশা করছি, উনি যথা সময়ে এনওসি পেয়ে মনোনয়নপত্র জমা দেবেন এবং অবশ্যই বিজয়ী হবেন।’ তবে দলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ওই কেন্দ্রে বিজেপির তরফে একজন ডামি প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন। মুকুটমণি অধিকারী মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হলে ওই প্রার্থীই দলের প্রতীক পাবেন।’ অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী কে হবেন, তা নিয়ে এখনও ধন্দে  বিজেপি নেতৃত্বও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement