নন্দন দত্ত, সিউড়ি: পুরভোটের (West Bengal Civic Polls) মুখেও বিজেপিতে ভাঙন অব্যহত। এবার তৃণমূলে যোগ দিলেন রামপুরহাটের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। উন্নয়নের শরিক হতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলত্যাগী সন্দীপ চক্রবর্তী।
২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি পুরসভার ভোট। চলছে মনোনয়ন পেশ। তুঙ্গে প্রচার। দিনকয়েক আগেই রামপুরহাটের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন সন্দীপ চক্রবর্তী। আচমকা সিদ্ধান্ত বদল। শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সন্দীপ। বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল পরিবারের সদস্য হন তিনি। এই ঘটনা স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে বিজেপির।
কিন্তু কেন ভোটের মুখে এই দলবদল? সন্দীপ জানিয়েছেন, উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মানুষের জন্য কাজ করতে চান তিনি। গতকালই সিপিএম প্রার্থী রুপা হাজরা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে দলে যোগ দেন। রুপাদেবী জানিয়েছিলেন, তাঁকে ভুল বুঝিয়ে সিপিএম প্রার্থী করেছিল। ভুল বুঝতে পেরে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ইতিমধ্যেই বীরভূমের বিভিন্ন পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের বিরোধী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় সেগুলি ইতিমধ্যেই তৃণমূলের দখলে। ইতিমধ্যেই সিউড়ির ১৫ টি ওয়ার্ড ইতিমধ্যেই তৃণমূল দখল করেছে। অর্থাৎ ওই পুরসভায় বোর্ড গড়বে তৃণমূল। দুবরাজপুরে আরও চারটি আসন দখল করলে সেখানেও বোর্ড করবে ঘাসফুল শিবির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.