Advertisement
Advertisement
Ram Navami

রামনবমীর মিছিলে যেতে বাধা, হাই কোর্ট যাওয়ার হুমকি বীরভূমের বিজেপি প্রার্থীর

পুলিশের তরফে বাধা পেয়ে রাস্তায় অবস্থান বিক্ষোভ বিজেপি প্রার্থীর।

BJP candidate of Birbhum stopped from joining Ram Navami procession, warns of legal action

রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ বিজেপির।

Published by: Amit Kumar Das
  • Posted:April 17, 2024 5:25 pm
  • Updated:April 17, 2024 5:25 pm

নন্দন দত্ত, সিউড়ি: বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে রামনবমীর (Ram Navami) মিছিলে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়াল মুরারই ১ নং ব্লকে। কোনও কারণ ছাড়াই তাঁকে আটকেছেন স্থানীয় ওসি (OC) ও বিডিও (BDO)। ঘটনায় হাই কোর্টে মামলা দায়ের করার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি প্রার্থী (BJP Candidate)।

রামনবমী উপলক্ষে বুধবার সকালে মুরারই ১ নং ব্লকে একটি অনুষ্ঠানে যোগ দিতে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তাঁর সঙ্গে ছিলেন বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা-সহ বিজেপির কর্মী সমর্থকরা। কিন্তু অনুষ্ঠান পর্যন্ত যাওয়ার আগেই ভাদিস্বর বাস স্ট্যান্ডের কাছে তাঁদের আটকে দেন মুরারই ১ নং ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী ও মুরারই থানার ওসি মহম্মদ সাকির।

Advertisement

[আরও পড়ুন: রামলালার ললাটে সূর্য তিলক, আকাশপথে খালি পায়ে মাহেন্দ্রক্ষণের সাক্ষী মোদি]

পুলিশের তরফে জানানো হয়, ওই মিছিলে তাঁদের যোগ দেওয়ার অনুমতি নেই। সেক্ষেত্রে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। প্রশাসনিক বাধায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয় দু’পক্ষের। শেষে রাস্তার উপরেই অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি প্রার্থী-সহ অন্যান্য নেতা কর্মীরা।

[আরও পড়ুন: এক নয়, দুই বউ বসুনিয়ার! তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির]

এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। তিনি বলেন, “আমরা মুরারইতে রামনবমীর মিছিলে যোগ দিতে গিয়েছিলাম। আমাদের কাছে কোনও দলীয় পতাকা বা ন্যানার ছিল না। কিন্তু সেখানে যাওয়ার আগেই আমাদের বাধা দেওয়া হয়। আমি ওনাদের বলেছিলাম শুধু ওখানে যাব প্রণাম করে মিছিলে কিছুক্ষন পা মিলিয়ে আবার চলে আসব। তারপরও আমাদের আটকে যেতে দেননি স্থানীয় থানার ওসি ও বিডিও।” এরপরই সুর চড়িয়ে দেবাশিস বলেন, “একজন ধর্মপ্রাণ সনাতন হিন্দুকে তাঁর ধর্ম পালনে কেন বাধা দেওয়া হল? এর উত্তর ওসি ও বিডিওকে দিতে হবে। সবার অধিকার রয়েছে রামনবমীর মিছিলে যাওয়ার। আমি ওনাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করব।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement