বিক্রম রায়, কোচবিহার: একটা সময়ে পরিচিত ছিলেন তৃণমূল নেতা হিসেবে। দল বহিষ্কার করার পর ২০১৮ সালে যোগ দেন বিজেপিতে। তার পরই সোজা পৌঁছে গিয়েছেন সংসদে। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহারে ‘দাগী’ হিসেবেই পরিচিত। তাঁর বিরুদ্ধে কার্যত মামলার পাহাড়। ক্রমেই দীর্ঘ হচ্ছে মামলার তালিকা। গত লোকসভা নির্বাচন পর্যন্ত নিশীথের বিরুদ্ধে ১১ টি মামলা ছিল। এবার নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় বিজেপি প্রার্থী নিশীথ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা বেড়ে হয়েছে ১৪। এর মধ্যে দিনহাটা থানাতেই নয়টি।
কোন থানায় কোন ধারায় মামলা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রার্থীর?
১. আলিপুরদুয়ার থানা: ১৯ মে ২০০৯ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় (U/S-461/379/411) মামলা রুজু করা হয়।
২. আলিপুরদুয়ার থানা: ২০০৯ সালের ১৯ মে আরও একটি মামলা দায়ের হয় নিশীথের বিরুদ্ধে। ধারা, U/S- 457/380/411।
৩. দিনহাটা থানা: ২ মে ২০১৩ সালে দায়ের হয়েছে নিশীথের বিরুদ্ধে আরও একটি মামলা। ভারতীয় দণ্ডবিধির চারটি ধারায় (U/S-447/427/379/34) মামলা।
৪. দিনহাটা থানা: পাঁচ মাসের ব্যবধানে নিশীথের বিরুদ্ধে আরও একটি মামলা হয় দিনহাটা থানায়। দিনটি হল ২০১৩ সালের ১৪ অক্টোবর। ধারা, U/S-448/353/186/34।
৫. দিনহাটা থানা: ২০১৪ সালের ২৯ নভেম্বর আরও একটি মামলা দায়ের হয় নিশীথের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির U/S- 448/326/354 ধারায় তাঁর বিরুদ্ধে কেস।
৬. দিনহাটা থানা: মাঝে পেরিয়েছে ৪ বছর। ২০১৮ সালের ১২ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়। ধারা, U/S-148/147/149/427/326/302।
৭. দিনহাটা থানা: ২০১৮ সালের ২৭ এপ্রিল দিনহাটা থানায় দায়ের হয় আরও একটি মামলা। ভারতীয় দণ্ডবিধির ৭ টি ধারা দেওয়া হয় তাঁর বিরুদ্ধে। সেগুলো হল, U/S- 147/148/149/448/327/379/506।
৮. দিনহাটা থানা: পাঁচ মাসের ব্যবধানে ২০১৮ সালের ১৪ আগস্ট ফের দিনহাটা থানায় মামলা হয় নিশীথের বিরুদ্ধে। ধারা, U/S- 341/326/307/120(B)IPC এবং R/W-SEC-25(1)(A)35ARMS।
৯. দিনহাটা থানা: একই বছরের ৯ অক্টোবর নিশীথের বিরুদ্ধে দিনহাটা থানায় মামলা দায়ের হয়। ধারা, U/S-427/506/34 IPC এবং R/W-3/4 EX ACT।
১০. কোচবিহার কোতোয়ালি থানা: ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি আরও একটি মামলা হয়। ধারা, U/S-399/402/IPC, R/W SEC 25(1)/27/35 ARMS ACT।
১১. দিনহাটা থানা: এক মাসের ব্যবধানে আরেকটি মামলা দায়ের হয় দিনহাটা থানায়, ১৬ মার্চ ২০১৯। ভারতীয় দণ্ডবিধির ধারা, U/S-406/420/506/34।
১২. কোচবিহার কোতোয়ালি থানা: লোকসভা নির্বাচনের হলফনামায় তিনটি নতুন মামলার উল্লেখ করেছেন নিশীথ। একটি কোতয়ালি থানায়, কেস নম্বর ২১৪/২০১৯। ভারতীয় দণ্ডবিধির ধারা, U/S- 341/323/186/188/353/332/506/34।
১৩. দিনহাটা থানা: দিনহাটা থানায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে রয়েছে আরও একটি মামলা। কেস নম্বর ৪৬৪/২০২০। ধারাগুলো হল, U/S- 341/427/324/307/506/34।
১৪. মাথাভাঙা থানা: মাথাভাঙা থানাতেও একটি মামলা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। কেস নম্বর ৪১০/২০। ভারতীয় দণ্ডবিধির ধারাগুলো হল, U/S- 143/186/188 এবং R/W Sec 51(b) D.M Act, 2005।
১৪ টি মামলায় অভিযুক্ত নিশীথ প্রামাণিক ফের ভোটের লড়াইয়ে। কোচবিহার থেকেই আবার তাঁকে টিকিট দিয়েছে বিজেপি। এদিকে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতীশচন্দ্র রায়। প্রতিপক্ষকে পিছনে ফেলে কি এবারও এগিয়ে যাবেন ‘দাগী’ নিশীথ? উত্তর মিলবে ভোটের ফলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.