Advertisement
Advertisement
নিশীথ প্রামাণিক

পুনর্নির্বাচনের দাবিতে নিশীথের ধরনা ঘিরে ধুন্ধুমার, পুলিশ-নিরাপত্তারক্ষী হাতাহাতি

ভোটে রিগিংয়ের অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে শামিল নিশীথ প্রামাণিক৷

BJP Candidate Nishith Pramanik seats for dharna demanding repoll
Published by: Sayani Sen
  • Posted:April 11, 2019 8:22 pm
  • Updated:April 22, 2019 3:26 pm  

বিক্রম রায়, কোচবিহার: ভোটে কারচুপি হয়েছে, এই অভিযোগে কোচবিহারের ডিসিআরসি সেন্টারে ধরনায় বসলেন নিশীথ প্রামাণিক৷ সেখানে জেলাশাসকের দপ্তরের পাশাপাশি রয়েছেন নির্বাচনী আধিকারিকদের কার্যালয়ও৷ বিজেপি প্রার্থীর ধরনা ঘিরে ভোটগ্রহণ পর্ব শেষে  উত্তপ্ত গোটা এলাকা৷ ধরনা তুলতে গেলে গেরুয়া শিবিরের সৈনিকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা আইসি, অতিরিক্ত পুলিশ সুপারকে ধাক্কা দেন বলেও অভিযোগ প্রশাসনিক আধিকারিকদের৷ যদিও বিজেপি প্রার্থী এই দাবি মানতে নারাজ৷ তাঁর পালটা হুঁশিয়ারি কেন প্রথম দফার নির্বাচনে ভোট লুঠ হল, তার যথোপযুক্ত উত্তর রিটার্নিং অফিসারের কাছ থেকে না পাওয়া পর্যন্ত চলবে অবস্থান বিক্ষোভ৷

[ আরও পড়ুন: ভারতীর প্রচারে গো ব্যাক স্লোগান, অবস্থান বিক্ষোভে বিজেপি প্রার্থী]

প্রথম দফার নির্বাচনে ব্যাপক অশান্তি হয়েছে৷ একাধিক বুথে পড়েছে অবাধে ছাপ্পা ভোট৷ এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধের মুখে ডিসিআরসি সেন্টারের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হন নিশীথ প্রামাণিক৷ কোচবিহারের বিজেপি প্রার্থীর অবস্থান হঠাতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ নিশীথের সঙ্গে কথা বলতে যান আধিকারিকরা৷ পুলিশকে বাধা দেয় প্রার্থীর নিরাপত্তারক্ষীরা৷ নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় সরকারের ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পান৷ পুলিশের সঙ্গে প্রার্থীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন৷ পুলিশকর্মীদের দাবি, বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার, আইসিকেও ধাক্কা দেন৷ তাতেই ক্ষিপ্ত হন আধিকারিকরা৷

Advertisement

[ আরও পড়ুন: প্রচার মিছিলে কটূক্তি, মেজাজ হারিয়ে তৃণমূল কর্মীকে ‘মার’ বাবুলের]

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহারের ডিসিআরসি সেন্টার এবং সংলগ্ন এলাকা৷ যদিও অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী৷ তাঁর দাবি, প্রথম দফার নির্বাচনে বৃহস্পতিবার কোচবিহারের একাধিক বুথে বারবার ইভিএম বিকলের নামে ভোটে কারচুপি করা হয়েছে৷ এছাড়াও ভোটার এবং সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটেছে৷ কেন এমন ঘটনা ঘটল, এ বিষয়ে রিটার্নিং অফিসারের সদুত্তর না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে বলেই হুঁশিয়ারি তাঁর৷ পুনর্নির্বাচনের দাবি তুলে প্রয়োজনে রাতভর ধরনা দেবেন বলেও সাফ জানিয়ে দিলেন নিশীথ প্রামাণিক৷

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement