Advertisement
Advertisement

Breaking News

লকেট চট্টোপাধ্যায়

ভোটের ব্যস্ততা সামলে সুগৃহিণীর মতো ব্যাগ হাতে বাজারে লকেট

বাজারে গিয়ে কী কী কিনলেন হুগলির বিজেপি প্রার্থী?

BJP candidate Locket Chatterjee campaigns in Fish market at Hooghly
Published by: Sayani Sen
  • Posted:April 28, 2019 4:07 pm
  • Updated:May 11, 2019 3:00 pm  

দেবাদৃতা মণ্ডল, চুঁচুড়া: একসময় টলি দুনিয়া কাঁপিয়েছেন তিনি৷ বর্তমানে তাঁর ঠিকানা রাজনীতির আঙিনা৷ দেখতে দেখতে কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর৷ লোকসভা নির্বাচনের আবহে তাঁর দম ফেলার ফুরসত নেই৷ কিন্তু তাই বলে রবিবাসরীয় সকালে ব্যাগ হাতে বাজারে যেতে না পারলে বাঙালিকে মানায়? তাই তো শত ব্যস্ততার মাঝে এদিন সকালে সটান মাছের বাজারে গিয়ে হাজির হলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়

[ আরও পড়ুন: ‘দিল্লির গদি নয়, পাবে কাঁকর মেশানো বাংলার লাড্ডু’, মোদিকে কটাক্ষ মমতার]

বৈশাখের শুরু থেকে একেবারে হাঁকিয়ে ব্যাটিং করছে গ্রীষ্ম৷ প্রখর রোদ, ঊর্ধ্বমুখী তাপমাত্রার সঙ্গে নিত্যদিন লড়াই করতে হচ্ছে প্রার্থীদের৷ সেই তালিকায় রয়েছেন পদ্ম শিবিরের সৈনিক৷ ভোটের প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর থেকে মিটিং, মিছিল, জনসভা করেই সময় কাটছে লকেটের৷ তবে যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন৷ তাই তো হাজারও ব্যস্ততা সামলে রবিবার সকালে চুঁচুড়ার মল্লিক কাশেমবাজারে সোজা চলে যান লকেট৷ সটান মাছের বাজারে ঢুকে পড়েন তিনি৷ ততক্ষণে বাজারের ভিতরে থাকা ক্রেতা-বিক্রেতা প্রত্যেকেই লকেটের আশেপাশে ভিড় জমিয়েছেন৷ কারণ, এ দৃশ্য যে একেবারেই বিরল৷ অভিনেত্রী তথা বিজেপি প্রার্থীই যে এভাবে বাজার করতে পারেন, তা যেন ভাবতেই পারেননি কেউ৷ পাকা গৃহিণীর মতো হাত দিয়ে নাড়াচাড়া করে বুঝেশুনে তবেই মাছ কিনলেন লকেট৷

Advertisement

LOCKET-CHATTERJEE

রবিবারের বাজার বলে কথা৷ শুধু মাছ কিনলেই তো চলবে না৷ ব্যাগ ভরতি না হলে মন ভরে? তাই মাছের সঙ্গে কিনলেন গন্ধরাজ লেবুও৷

LOCKET-CHATTERJEE

[ আরও পড়ুন: তৃণমূল কর্মীদের গাছে বেঁধে পেটানোর নিদান, বিতর্কে তমলুকের বিজেপি প্রার্থী]

তবে ভোটের আগে তো আর শুধু বাজার করলেই চলবে না৷ রবিবারের দিন জনসংযোগের সুযোগ তো মিস করা যায় না৷ তাই দ্বিতীয় দফায় ফের প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়েন লকেট৷ তীব্র গরমকে উপেক্ষা করে সিঙ্গুরের একাধিক জায়গায় এদিন প্রচার করেন তিনি৷ খামারগাছি, মহানাদে দু’টি জনসভাও করেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement