নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: গোলপোস্টের নিচে দাঁড়িয়ে লড়াই করা কল্যাণ চৌবে এবার ভোটের লড়াইয়ে অবতীর্ণ। প্রাক্তন এই ফুটবলার লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী৷ রাজনীতির মাঠে প্রস্তুতি একটু ভিন্ন৷ সেটি খুব দ্রুতই ধরে ফেলেছেন তিনি৷ আর তাই শুরু করে দিয়েছেন জোরকদমে প্রচার৷ সোমবার কৃষ্ণনগরের শক্তিনগরে প্রার্থী নিজেই নিজের নাম দেওয়ালে লিখে প্রচারে শামিল হলেন৷
জেলা হাসপাতাল থাকার সুবাদে শক্তিনগর এলাকাটি যথেষ্ট জনবহুল। তাই বিজেপি প্রার্থীকে দেওয়াল লিখন করতে দেখে অনেকেই এদিন দাঁড়িয়ে পড়েন। তাঁদের সঙ্গে হাতজোড় করে শুভেচ্ছা বিনিময়ের পর পরিচয়পর্ব সারেন কল্যাণ৷
এলাকার আট থেকে আশি সকলের সঙ্গে কথা বলেন প্রার্থী৷ স্থানীয় ভোটাররা প্রার্থীকে নিজেদের সমস্যার কথা বলেন৷ হাত মেলান প্রাক্তন ফুটবলারের সঙ্গে৷ বিজেপি প্রার্থী বলেন,‘‘একটা সময় বলা হত আজকে বাঙালি যা ভাবে, কালকে ভারত তাই করে। রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দের সময়ে তা হত৷ তবে বর্তমানে ভারত যেদিকে হাঁটে, বাংলা তার উলটোদিকে চলে।’’ কৃষ্ণনগরে এদিন একাধিক কর্মসূচি ছিল গেরুয়া শিবিরের সৈনিকের৷ কালীগঞ্জের মাটিয়ারা, ধুবুলিয়া, নাকাশিপাড়ায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকও করেন তিনি৷
রবিবার কৃষ্ণনগরের আনন্দময়ী মায়ের কাছে পুজো দিয়ে ভোটপ্রচার শুরু করেছিলেন কল্যাণ। দেশের প্রাক্তন এই ফুটবলার ময়দানে ছিলেন প্রবল ক্ষিপ্র৷ বিপক্ষ স্ট্রাইকারের পা থেকে বল তুলে নিতেন তিনি। গোলার মতো ধেয়ে আসা বলকে আটকে দিতেন।পুরনো দিনের কথা ফুটবলপ্রেমীরা এখনও ভোলেননি। তবে বর্তমানে লড়াই রাজনীতির ময়দানে৷ এই লড়াই নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী কল্যাণ৷
বিচক্ষণ রাজনীতিকের মতো তথ্য দিয়ে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী বলেন, ‘‘লক্ষ্য করলে দেখবেন গোটা দেশের পাশাপাশি ক্রমশই পশ্চিমবঙ্গের জনসংখ্যা বাড়ছে৷ তবে শিল্প সেভাবে গড়ে ওঠেনি৷ বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে৷ ক্রমশই দুর্বল হচ্ছে রাজ্যের অর্থনৈতিক ভিত্তি৷ তাই বাধ্য হয়ে বেকার যুবকেরা হায়দরাবাদ, নয়ডা চলে যাচ্ছে চাকরি করতে। বিজেপি আবার কেন্দ্রে ক্ষমতায় এলে দেশে আরও কর্মসংস্থানের বন্দোবস্ত করা হবে৷’’
প্রচারের ফাঁকেই এদিন তিনি কৃষ্ণনগর কেন্দ্রের প্রাক্তন সাংসদ তাপস পালকেও সরাসরি আক্রমণ করেন৷ তিনি বলেন, ‘‘সাড়ে তিন বছর এই এলাকায় আসেননি তাপস পাল৷ তার ফলে এলাকার কোনও উন্নয়ন হয়নি৷’’ বিরোধীদের আক্রমণ, জনতার মাঝে প্রচার – সব মিলিয়ে জমজমাট কৃষ্ণনগরের রাজনৈতিক পরিস্থিতি৷
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.