Advertisement
Advertisement
মুকুল

‘মুখ্যমন্ত্রী NRC’র সংজ্ঞাই জানে না’, মমতাকে তোপ মুকুলের

'মুখ্যমন্ত্রী সংজ্ঞা জানে না বলেই সবাইকে ভয় দেখাচ্ছে', দাবি বিজেপি নেতার।

BJP candidate from Karimpur Jay Prakash Majumdar file nomination
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 5, 2019 5:55 pm
  • Updated:November 5, 2019 7:07 pm  

পলাশ পাত্র, তেহট্ট: তেহট্টে দাঁড়িয়ে এবার এনআরসি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন বিজেপি নেতা মুকুল রায়। দাবি করলেন, মুখ্যমন্ত্রীর কাছে এনআরসির তত্ত্বই স্পষ্ট নয়, সেই কারণেই সকলের মনে ভয়ের সঞ্চার করছেন তিনি। সেইসঙ্গে তিনি বুঝিয়ে দিলেন, জয়প্রকাশের জয় নিয়ে একশো শতাংশ নিশ্চিত তিনি। মঙ্গলবার মুকুল রায় ও দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন করিমপুরের প্রার্থী জয়প্রকাশ মজুমদার। উপস্থিত ছিলেন বিধায়ক শুভ্রাংশু রায়, জেলা সভাপতি মহাদেব সরকার। সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন মুকুল রায়।

সম্প্রতি করিমপুর বিধানসভা এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপিতে দলে দলে যোগদান চিন্তা বাড়িয়েছিল তৃণমূলের। তবে সম্প্রতি এনআরসি আতঙ্ক গ্রাস করেছে সীমান্ত লাগোয়া ওই অঞ্চলকে। যা তৃণমূলকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছিল ওয়াকিবহাল মহল। কিন্তু সেই সম্ভাবনাকে ভুল প্রমাণ করতেই ময়দানে নামলেন বিজেপি নেতা মুকুল রায়। জয়প্রকাশ মজুমদার মনোনয়নপত্র জমা দেওয়ার পরই মুকুল রায় জানান, তিনি নিশ্চিত করিমপুর বিজেপি জয় পাবেই। তিনি বলেন, ‘মানুষ মন স্থির করে ফেলেছেন। এ বিষয়ে কোনও সন্দেহ নেই।’ সাংসদ মহুয়া মৈত্রকেও কটাক্ষ করেন তিনি।

Advertisement

এনআরসি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে মুকুল রায় বলেন, ‘মমতাদেবী এনআরসি বোঝে না। শরণার্থীর সংজ্ঞাটা জানে না। কে শরণার্থী, কে অনুপ্রবেশকারী! বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ। রাজ্যে যত হিন্দু, মতুয়া, নম:শূদ্র আছেন তাঁরা সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলে নাগরিকত্ব পাবে। ১৯৭১ সাল থেকে যে সমস্ত পূর্ববঙ্গের সংখ্যালঘুরা রয়েছেন তাদেরও কোনও চিন্তা নেই। তাদের পরিবারও নিশ্চিন্তে এরাজ্যে থাকবেন।’

কাশ্মীরের কুলগামে শ্রমিক খুনের ঘটনায় হওয়া প্রসঙ্গেও এদিন মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করান মুকুল রায়। তিনি বলেন, ‘রাজ্য সরকারের সদিচ্ছা থাকলেই রাজ্যের বেকার যুবকের কাজ পেত। পেটের তাগিদে তাঁদের ঘর ছাড়তে হত না।’ এদিনই মনোনয়ন পত্র জমা দেন সিপিএম প্রার্থী গোলাম রব্বানি। জয়ের বিষয়ে আশাবাদী তিনিও। এনআরসি ইস্যুকে কাজে লাগিয়ে করিমপুরকে নিজেদের দখলে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি।

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: রাস্তায় বাতিস্তম্ভ বসানোকে কেন্দ্র করে রণক্ষেত্র হাসনাবাদ, গুলিবিদ্ধ ৫]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement