সম্যক খান, মেদিনীপুর: কেশপুরে মহিলা বাহিনীর বিক্ষোভের মুখে পড়লেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ৷ তাঁকে হেনস্তার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷ সূত্রের খবর, চরম ধস্তাধস্তিতে পায়ের নখ উপড়ে গিয়েছে ঝাড়গ্রামের প্রাক্তন পুলিশ সুপারের৷
[ আরও পড়ুন: লোকসভা ভোট LIVE: কেশপুরে ধুন্ধুমার, আক্রান্ত বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ]
জানা গিয়েছে, রবিবার ভোটগ্রহণ শুরু হতেই কেশপুরের চাঁদখালির বিভিন্ন বুথে ছাপ্পা ভোটের খবর পান ঘাটালের বিজেপি প্রার্থী৷ জানতে পারেন, সেখানকার একাধিক বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না৷ এরপরই সেখানে যান ভারতী ঘোষ৷ অভিযোগ, সেখানে পৌঁছাতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে একদল মহিলা৷ হেনস্তা করা হয় ঘাটালের বিজেপি প্রার্থীকে৷ ধাক্কা দেওয়া হয় তাঁকে৷ মহিলাদের ধাক্কায় মাটিতে পড়ে যান ভারতী৷ তখনই তাঁর পায়ের আঙুলের নখ উপড়ে যায় বলে সূত্রের খবর৷ যন্ত্রণায় কাতরাতে থাকেন প্রার্থী৷ বিশৃঙ্খলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন৷ নিরাপদ স্থানে প্রার্থীকে সরিয়ে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা৷ সূত্রের খবর, এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে এখনও কোনও অভিযোগ দায়ের করেননি ভারতী ঘোষ৷ তবে সংবাদমাধ্যমে এই খবর প্রচারিত হতেই, ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন৷ এবং ওই এলাকায় আরও ফোর্স মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে৷
[ আরও পড়ুন: বিরাটিতে হামলার মুখে জ্যোতিপ্রিয় মল্লিক, অভিযোগ সিপিএম বিধায়কের বিরুদ্ধে ]
এই ঘটনায় সরাসরি তৃণমূলের মহিলা ব্রিগেডের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভারতী ঘোষ৷ বুথের ভিতরে শাসকদলের কর্মীরা এলোপাথাড়ি ছাপ্পা চালাচ্ছে এবং বাইরে মহিলারা পাহারা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি৷ জানান, বিজেপি এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে৷ বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ তাঁদের পালটা অভিযোগ, ভারতী ঘোষ সেখানে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে৷ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে৷ ক্ষোভের বশেই মানুষ ঘাটালের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন৷ অন্যদিকে পিপুড়দার ১৩৯ নম্বর বুথে ঢুকে ভিডিওগ্রাফি করারও অভিযোগ উঠেছে ভারতী ঘোষের বিরুদ্ধে৷ ঘটনার খবর পেতেই নড়েচড়ে বসে কমিশন৷ ওই বুথের প্রিসাইডিং অফিসার ও ঘাটালের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে সিইও দপ্তর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.