Advertisement
Advertisement

Breaking News

পবন সিং

ভোট বৈতরণী পেরোতে জনসংযোগই হাতিয়ার অর্জুনপুত্র পবনের

রাজনীতির ময়দানে একেবারে আনকোরা ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী পবন সিং৷

BJP candidate Arjun sing's election campaign at Bhatpara
Published by: Sayani Sen
  • Posted:May 12, 2019 9:39 pm
  • Updated:May 12, 2019 9:39 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: ১৯ মে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ বাকি মাত্র সপ্তাহখানেক৷ তার আগে প্রচারে ব্যস্ত শাসক-বিরোধী সব দল৷ রবিবার হলেও প্রচারে বিরতি অসম্ভব৷ তাই রবিবার সকালে ৮ নম্বর ওয়ার্ডে ঘুরে জনসংযোগ সারলেন সেখানকার দোর্দণ্ডপ্রতাপ বিজেপি নেতা অর্জুন সিংয়ের পুত্র পবন সিং৷ কথা বললেন সাধারণ ভোটারদের সঙ্গে৷ শুনলেন সমস্যার কথা৷ নির্বাচনী বিধি লাগু থাকার ফলে মুখে কাউকে সমস্যা সমাধানের আশ্বাস দেননি রাজনীতিতে এক্কেবারে আনকোরা পবন৷ তবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এলাকাবাসী তাঁকে বেছে নিলে, সমস্যা মেটাবেন বলেই আকারে-ইঙ্গিতে প্রকাশ করলেন পদ্ম শিবিরের সৈনিক৷

[আরও পড়ুন: ভাঙছে ভরসা? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ ভোটারদের]

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের তৎকালীন নেতা অর্জুন সিং। কিন্তু সম্প্রতি তিনি দলবদল করেছেন৷ তৃণমূল ছেড়ে বর্তমানে নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে৷ বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়ছেনও তিনি৷ ভাটপাড়া বিধানসভা কেন্দ্রটি বিধায়ক শূন্য হওয়ায় এই কেন্দ্রে ফের উপনির্বাচনের সিদ্ধান্ত৷ নির্বাচনী ময়দানে এক্কেবারে চতুর্মুখী লড়াই। তৃণমূলের হয়ে লড়ছেন মদন মিত্র৷ যিনি একজন দুঁদে রাজনীতিক৷ সাংগঠনিক হিসাবে তাঁর পারফরম্যান্স সম্পর্কে নতুন করে বলার কিছুই থাকতে পারে না৷ মদনের বিপরীতে বিজেপির হয়ে বিরোধিতা করছেন পবন কুমার সিং৷ যিনি অর্জুন সিংয়ের ছেলে৷ বাবা সুদক্ষ রাজনীতিক হলেও, ছেলে একেবারেই নবাগত৷ এই প্রথম কোনও নির্বাচনী ময়দানে লড়াই তাঁর৷ ভাটপাড়া উপনির্বাচনে সিপিএম প্রার্থী রঞ্জিত মণ্ডল এবং কংগ্রেস প্রার্থী খাজা মহম্মদ হোসেন৷

Advertisement

[ আরও পড়ুন: ‘ধর্মাচরণে বাধা দিই, প্রমাণ করতে পারলে ওঠবোস করব’, ফের মোদিকে চ্যালেঞ্জ মমতার]

রাজনীতিক বিশেষজ্ঞদের মতে, ভাটপাড়ার উপনির্বাচনে এবার মূল লড়াই হবে তৃণমূল এবং বিজেপির৷ যুযুধান দুই পক্ষ৷ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র এবং অর্জুনপুত্র পবন সিংয়ের৷ তবে ওয়াকিবহাল মহলের দাবি নিয়ে মাথাব্যথা নেই কোনও দলেরই৷ বরং তৃণমূল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস এই চার দলের প্রত্যেক প্রার্থীই তাঁদের জয় সম্পর্কে যথেষ্টই আশাবাদী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement