Advertisement
Advertisement

Breaking News

অর্জুন সিং

বর্ণাঢ্য রোড-শো, হনুমান মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ অর্জুন সিংয়ের

উঠল 'জয় শ্রীরাম' ধ্বনিও, দেখুন ভিডিও।

BJP candidate Arjun Singh files nomination from Barrackpore seat
Published by: Tanumoy Ghosal
  • Posted:April 17, 2019 7:34 pm
  • Updated:April 17, 2019 7:34 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: লোকসভা ভোটে টিকিট না পেয়ে দলবদল করেছেন। বুধবার হনুমান মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ করলেন বারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। গাড়িতে চেপে বারাসত পর্যন্ত রোড-শোতে শামিল হলেন গেরুয়া শিবিরের কয়েকশো কর্মী-সমর্থক। হুডখোলা জিপে অর্জুন সিংয়ের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ ও ভোজপুরী অভিনেতা মনোজ তিওয়ারি।

[আরও পড়ুন: ভোটের প্রচারে সোশ্যাল মিডিয়ায় মিড-ডে মিলের ছবি পোস্ট, বিতর্কে তৃণমূল]

বিধায়কই শুধু নন, ভাটপাড়ার পুরসভার চেয়ারম্যানও ছিলেন। বারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিংয়ের দাপট কম নয়। লোকসভা ভোটে বারাকপুর কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন একদা তৃণমূল কংগ্রেসের এই দাপুটে নেতা। কিন্তু, তাঁকে প্রার্থী করতে রাজি হননি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষপর্যন্ত লোকসভা ভোটের মুখে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। বারাকপুর কেন্দ্রে তাঁকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিকে দল ছাড়ার পর আস্থা ভোটে হেরে তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছেন। নিয়ম মেনে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন। বুধবার বারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন অর্জুন সিং।

Advertisement

ঘড়িতে তখন সকাল দশটা। জগদ্দলের মজদুর ভবনের সামনে নারকেল ফাটিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের যাত্রার সূচনা করলেন পূজারিরা। উঠল ‘জয় শ্রীরাম’ ধ্বনিও। জগদ্দলের মাদ্রাল হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর হুডখোলা জিপে রোড শুরু করেন অর্জুন। ইছাপুরে বারাকপুর কেন্দ্রে দলের প্রার্থীর রোড-শোতে যোগ দেন বিজেপি সাংসদ ও ভোজপুরী অভিনে্তা মনোজ তিওয়ারি। রোড-শো শেষ হয় বারাসতে। তারপর জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement