আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: দলবদল নিয়ে হাজারও জল্পনার মাঝেই তৃণমূল বিধায়ক সুনীল সিংয়ের বাড়িতে গেলেন অর্জুন সিং৷ সম্পর্কে একে অন্যের নিকট আত্মীয়৷ তবে রাজনৈতিক মতাদর্শ আলাদা৷ আর তাই লোকসভা নির্বাচনের আগে উভয়ের সাক্ষাতের নেপথ্যে রাজনীতির গন্ধও পাচ্ছে ওয়াকিবহাল মহল৷ যদিও সে দাবি মানতে নারাজ বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ তাঁর দাবি, ‘‘বোনের বাড়ি এসেছিলাম৷ এর সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই৷’’
মে দিবসে সকাল থেকে বারাকপুরের বিভিন্ন অঞ্চলে ঘুরে প্রচার সারেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ সন্ধেবেলায় গারুলিয়ায় সভা ছিল গেরুয়া শিবিরের৷ তাতেও উপস্থিত ছিলেন বারাকপুরের বিজেপি প্রার্থী৷ সভামঞ্চ থেকে খুব কাছেই অর্জুনের বোন সরিতা সিংয়ের বাড়ি৷ তিনি আবার তৃণমূল বিধায়ক সুনীল সিংয়ের স্ত্রী৷ সরিতা আবার কাউন্সিলরও বটে৷ দলীয় প্রচার সেরে সোজা সেখানেই চলে যান অর্জুন সিং৷ দেখা করেন সুনীল এবং সরিতার ছেলে আদিত্য সিংয়ের সঙ্গে৷ বাবা-মা তৃণমূলের সঙ্গে যুক্ত হলেও, দিনকয়েক আগে মামার পথে হেঁটে বিজেপিতে যোগ দিয়েছিলেন আদিত্য৷ তাই ভাগ্নের সঙ্গে দলীয় বিষয়ে আলাপ আলোচনাও করেন মামা অর্জুন সিং৷ রাজনৈতিক মতাদর্শ যতই আলাদা হোক না কেন, দাদা বলে কথা৷ তাই বোন সরিতাও আপ্যায়ণের ত্রুটি রাখেননি৷ তবে তৃণমূল বিধায়ক সুনীল সিং আপাতত ভোটের জন্য বেজায় ব্যস্ত৷ দীনেশ ত্রিবেদীর হয়ে প্রচারেই সময় কাটছে তাঁর৷ তাই শ্যালক অর্জুনের সঙ্গে দেখা হয়নি সুনীলের৷
ইতিমধ্যেই হুগলির শ্রীরামপুরে প্রচারে এসে চল্লিশ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেই দাবি করেছিলেন নরেন্দ্র মোদি৷ ভোটের পরে তাঁরা দলবদল করতে পারেন বলেও জানিয়েছিলেন তিনি৷ এরই মাঝে আবারও নির্বাচনী আবহে সুনীলের বাড়িতে অর্জুনের আগমন নিয়ে রাজনৈতিক মহলে মাথাচাড়া দিয়েছে জোর জল্পনা৷ যদিও রাজনৈতিক মহলের প্রশ্নের পালটা জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ তিনি বলেন,‘‘বোনের বাড়িতে এসেছি৷ আত্মীয়ের বাড়িতে এসেছি৷ তার সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই৷’’ তা সত্ত্বেও প্রশ্ন উঠছে, তবে রাজনৈতিক সমীকরণের কী বদল হতে চলেছে সিং পরিবারের মধ্যে ? শ্যালক এবং ছেলের পথে হেঁটে কি তবে সুনীল সিং এবং সরিতা সিংও গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন? এই প্রশ্ন ক্রমশ প্রকট হচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.