Advertisement
Advertisement
অনুব্রত

আলু পোস্ত খাইয়ে অনুপমকে দলে ফেরানোর বার্তা অনুব্রতর, তুঙ্গে জল্পনা

সৌজন্যের রাজনীতির বার্তা দিলেন যাদবপুরের বিজেপি প্রার্থী৷

BJP candidate Anupam Hazra meets Anubrata Mandal
Published by: Tanujit Das
  • Posted:April 29, 2019 5:09 pm
  • Updated:August 6, 2021 7:10 pm

ভাস্কর মুখোপাধ্যায় ও দীপঙ্কর মণ্ডল: কথায় বলে ‘রাজনীতিতে কবে কে শত্রু, কবে কে বন্ধু, তা বোঝা মুশকিল’৷ কিছুদিন আগে পর্যন্ত যাঁর বিরুদ্ধে প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিতেন, সোমবার সেই অনুব্রত মণ্ডলের সঙ্গেই দেখা করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা৷ কেবল দেখাই করলেন না তিনি, পাশাপাশি পাত পেড়ে খেলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতার পার্টি অফিসে৷ চেখে দেখলেন আলু পোস্ত৷ প্রকাশ্যেই দলত্যাগী অনুপমকে আবার দলে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিতে শোনা গেল বীরভূমের ‘কেষ্ট দা’র গলায়৷ এবং এই ঘটনাকে বিজেপির সৌজন্যের রাজনীতি বলে দাবি করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী৷

[ আরও পড়ুন: বুথ পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী, কাঠগড়ায় তৃণমূল]

Advertisement

তৃণমূলে থাকাকালীন অনুব্রত মণ্ডলের সঙ্গে অনুপম হাজরার সম্পর্ককে ‘আদায়-কাঁচকলা’য় বলেই বর্ণনা করত রাজনৈতিক মহল৷ একাধিকবার বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শোনা গিয়েছে তাঁকে৷ বিশ্বভারতীয় প্রাক্তন এই অধ্যাপক অভিযোগ করেছেন, অনুব্রত মণ্ডলের জন্যই নাকি দলের মধ্যে একঘরে হয়ে পড়েছিলেন তিনি৷ দূরত্ব বেড়েছিল দলনেত্রীর সঙ্গে৷ শেষে লোকসভা ভোটের আগে তৃণমূল থেকে বহিষ্কার করা হয় অনুপমকে৷ তিনি বিজেপিতে যোগ দেন৷ এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী ঘোষণা করে গেরুয়া শিবির৷ এরপর এদিন যে ঘটনা দেখল রাজনৈতিক মহল তাতে তুঙ্গে জল্পনা৷ একদিকে যখন রাজ্যে এসে মোদি বলছেন, তৃণমূলের ৪০ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন৷ তখন বিজেপি প্রার্থীর অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ করাকে অবশ্যই কৌশলী চাল বলে ব্যাখ্যা করছে রাজনৈতিক মহল৷

[ আরও পড়ুন: ‘আমার সঙ্গে তৃণমূলের ৪০ জন বিধায়ক যোগাযোগ রেখেছে’, বিস্ফোরক মোদি ]

এদিন অনুব্রতর সঙ্গে দেখা করার কারণ বর্ণনা করতে গিয়ে অনুপম জানান, ‘‘কয়েকদিন আগেই অনুব্রত কাকুর মায়ের মৃত্যু হয়৷ তখনও আমি ফোন করেছিলাম৷ তবে আসতে পারিনি৷ আজ ভোট দিতে এসে দেখা করে গেলাম৷’’ তিনি আরও বলেন, ‘‘রাজনৈতিক দল আলাদা হলেও সৌজন্য বজায় রাখাটা দরকার৷ কে কোনও দল এক্ষেত্রে আমার কাছে কিছু মানে রাখে না৷ সৌজন্য বজায় রাখাটাই আসল৷’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement