Advertisement
Advertisement

Breaking News

বিজেপি প্রার্থী

বালুরঘাটে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

দুষ্কৃতী হামলায় গুরুতর জখম হয়েছেন বিজেপি প্রার্থীর গাড়িচালক৷

BJP candidate allegedly attacked by some unknown person
Published by: Sayani Sen
  • Posted:April 6, 2019 10:56 am
  • Updated:April 22, 2019 3:33 pm  

রাজা দাস, বালুরঘাট: ভোটের আবহে উত্তপ্ত বালুরঘাট৷ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ অল্পের জন্য প্রার্থী রক্ষা পেয়েছেন৷ তবে আক্রান্ত হন বিজেপি প্রার্থীর গাড়িচালক। শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের ইটাহারের এই ঘটনাকে কেন্দ্র করে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷

[ আরও পড়ুন: এখনও গ্রাহ্য হয়নি ইস্তফাপত্র, রানাঘাটের চিকিৎসক প্রার্থীকে নিয়ে বিড়ম্বনায় বিজেপি]

শুক্রবার দিনভর বালুরঘাটে প্রচারে ঝড় তোলে গেরুয়া শিবির৷ প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার সারেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর সঙ্গে এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন প্রার্থী নিজেও৷ রাতে ইটাহার বিধানসভা কেন্দ্রে প্রচারে যান তিনি। প্রচার সেরে জ্যোতিশ সরকার নামে এক বিজেপি কর্মীর বাড়িতে যান সুকান্ত৷ অভিযোগ, ইটাহারে তাঁর বাড়ির সামনে পৌঁছানো মাত্রই বেশ কয়েকজন তাঁর পথ আটকায়৷ এরপর গাড়িতে ব্যাপক ভাঙচুরও চালায় তারা৷ দলীয় কর্মীর বাড়িতে দৌড়ে ঢুকে পড়ায় বিজেপি প্রার্থী অল্পের জন্য রক্ষা পান৷ তবে গাড়ি থেকে সঠিক সময়ে বেরোতে না পারায় বেধড়ক মারধর করা হয় বিজেপি প্রার্থীর গাড়িচালককে৷ ইতিমধ্যেই প্রার্থী এবং প্রার্থীর গাড়িচালকের চিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান৷ পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ এরপর স্থানীয়দের তৎপরতায় জখম গাড়িচালককে উদ্ধার করা হয়৷ মাথা, ঘাড়-সহ শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: খচ্চরের পিঠে চড়ে প্রচার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল প্রার্থীর ছবি]

দক্ষিণ দিনাজপুরের বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, ‘‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সুকান্ত মজুমদারকে টার্গেট করেছিল৷ তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র৷’’ এছাড়াও তাঁর আরও অভিযোগ, রাজ্যের সর্বত্রই তাঁদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল৷ পুলিশের বিরুদ্ধেও বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেছেন তিনি৷ প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা করছে গেরুয়া শিবির৷ যদিও তৃণমূলের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement