Advertisement
Advertisement
বিজেপি

উপনির্বাচনের ফলপ্রকাশের দিনেই বিজেপি কর্মীকে গুলি গোসাবায়

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি ওই বিজেপি কর্মী।

BJP cadre shot at Gosaba, S 24 Parganas on Thursday

ছবি: প্রতীকী

Published by: Subhamay Mandal
  • Posted:November 28, 2019 6:54 pm
  • Updated:November 28, 2019 6:54 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: উপনির্বাচনের ফল ঘোষণার দিনেই এক বিজেপি কর্মীকে ডেকে নিয়ে গিয়ে গুলি করা হল। আহত কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। আহত কর্মীর নাম শিবু ভূইঁয়া। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার পাঠানখালি গ্রামে।

পুলিশ সূত্রে খবর, এদিন একটি বিষয় মীমাংসার জন্য শিবুকে তৃণমূলের কর্মীরা তাদের দলীয় পার্টি অফিসে ডেকে পাঠায়। পার্টি অফিসে নিয়ে যাওয়ার রাস্তাতেই তাঁকে প্রথমে মেরে পা ভেঙে দেওয়া হয়। পরে তাঁর পায়ে গুলিও চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পর বিশাল পুলিশবাহিনী যায় ওই এলাকায়। এলাকাজুড়ে তল্লাশি শুরু করে গোসাবা থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অন্যদিকে আহতকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ডান পায়ে গুলি  লেগেছে বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে উত্তপ্ত বাঁকুড়ার ছাতনা]

বিজেপির গোসাবা ব্লকের সভাপতি সুকুমার মণ্ডল বলেন, ‘তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনার জন্য দায়ী। ইতিমধ্যে আমাদের তরফ থেকে গোসাবা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement