Advertisement
Advertisement
BJP blocks GT road

দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের প্রতিবাদে জিটি রোডে অবরোধ বিজেপির, ভোগান্তি পথচলতিদের

অভিযুক্ত গ্রেপ্তার না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দলীয় কর্মী-সমর্থকদের।

BJP blocks GT road to protest on vandalizing party office, locals in trouble
Published by: Sayani Sen
  • Posted:September 3, 2023 1:10 pm
  • Updated:September 3, 2023 1:53 pm  

সুমন করাতি, হুগলি: শ্রীরামপুরে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন। পুড়ে ছাই গোটা কার্যালয়। তৃণমূল নেতৃত্ব আগুন লাগিয়েছে, অভিযোগ পদ্মশিবিরের। প্রতিবাদে জিটি রোড অবরোধ বিজেপির। অভিযুক্ত গ্রেপ্তার না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দলীয় কর্মী-সমর্থকদের।

রবিবার সকালে সকলে দেখেন শ্রীরামপুরের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর রাজ্যধরপুর চাঁপসারার দলীয় কার্যালয়টি একেবারেই পুড়ে গিয়েছে। ভস্মীভূত ভিতরে থাকা কাগজপত্র-সহ প্রায় সবকিছুই। বিজেপির দাবি, তৃণমূল নেতৃত্বই দলীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে। বিজেপি কর্মী অমরনাথ ঘোলদার বলেন, “প্রতিদিন রাত নটা-দশটা পর্যন্ত বিজেপি কর্মীরা থাকেন দলীয় কার্যালয়ে। শনিবারও আমরা ছিলাম। ভোরে খবর পেলাম আগুন লেগেছে। কে আগুন লাগিয়েছে ধরা যায়নি। তবে শাসকদল চাইছে দলীয় কার্যালয়টি তুলে দিতে। তাই এই কাজ করেছে।”

Advertisement

[আরও পড়ুন: নারায়ণপুরে গলার নলি কেটে খুনের ঘটনায় গ্রেপ্তার ২, এখনও অধরা মূল অভিযুক্ত]

তৃণমূলের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলেই দাবি ঘাসফুল শিবিরের। এই ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। প্রতিবাদে জিটি রোড অবরোধ গেরুয়া শিবিরের। তার ফলে জিটি রোডে তীব্র যানজট তৈরি হয়। তবে বেশ কিছুক্ষণ পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। যানচলাচল স্বাভাবিক হয়।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: উত্তরপাড়া স্টেশনে চলছে ইন্টার লকিংয়ের কাজ, চরম ভোগান্তি হাওড়া-ব্যান্ডেল ডাউন লাইনে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement