দীপঙ্কর মণ্ডল: রামচন্দ্র ও সীতার প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ। বিজেপির কড়া সমালোচনায় বিদ্ধ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যপাধ্যায় (Kalyan Banerjee)। শনিবার বারাকপুরে তৃণমূলের (TMC) জনসভায় বক্তা ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দমদমের সাংসদ সৌগত রায় ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এই সভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটি অংশকে অবমাননাকর বলে তাঁর বিরুদ্ধে টুইটারে তোপ দাগলেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। সাংসদের ওই বক্তব্যে রাম, সীতাকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
TMC MP Kalyan Banerjee, used derogatory language against Sita-mata. Claims that she told Bhagwaan Ram, “thank God, I was abducted by Ravan and not by your chelas or else my fate would have been same as Hathras victim!”
Is trampling on Hindu sentiment Pishi’s idea of appeasement? pic.twitter.com/rCff9O8iYC
— Amit Malviya (@amitmalviya) January 9, 2021
বারাকপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “সীতা রামের কাছে গিয়ে বলছে, ভাগ্যিস রাবণ আমাকে হরণ করে নিয়ে গিয়েছিল। আর যদি তোমার চ্যালাগুলো আমাকে হরণ করে নিয়ে যেত তাহলে উত্তর প্রদেশ হাথরসে ধর্ষিতা মেয়েটার মত আমার অবস্থা হত।” আর এ নিয়েই আপত্তি বিজেপির (BJP)। হাথরাসের গণধর্ষণের ঘটনার সঙ্গে মহাকাব্যের তুলনা হয় কীভাবে? এই প্রশ্ন তুলেছে বিজেপি।
তৃণমূল সাংসদের বক্তব্যের এই অংশটি টুইট করেন পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম সহ-পর্যবেক্ষক তথা দলের আইটি সেলের ইন-চার্জ অমিত মালব্য। নিন্দা জানিয়ে তিনি বলেন, ”মা সীতা এবং ভগবান রামের প্রতি এমন মন্তব্য অবমাননাকর।” এমনকী এই বক্তব্যকে ‘পিসির তোষণের ভাবনা’ বলে কটাক্ষ করেছেন অমিত মালব্য। এর আগেও অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছি মন্তব্য নিয়ে বিতর্ক উঠেছিল। সেই তালিকায় যুক্ত হল আরেকটি। তবে এ নিয়ে আর পালটা কোনও প্রতিক্রিয়া দেননি তৃণমূল সাংসদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.