রাজা দাস, বালুরঘাট: নির্বাচনের আগে ফের বিতর্কের মুখে বিজেপি নেতৃত্ব। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হিলি এলাকায় চেকের মাধ্যমে ভোট কেনার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-সহ বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষকের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল।
নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ তুলতে শুরু করেছে। ভোট করাতে স্থানীয়দের হুমকি দিচ্ছেন কেউ। কোথাও আবার মারধর করা হচ্ছে স্থানীয়দের। তবে এবার প্রকাশ্যে এল চাঞ্চল্যকর এক তথ্য। জানা গিয়েছে, বুধবার সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি চেক। সূত্রের খবর, প্রথম তৃণমূলের তরফেই চেকের ছবিটি সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়া হয়েছিল। দাবি, সেই চেকের মাধ্যমে লক্ষ্মীন্দর মাহাতো নামে একজনকে ১০ হাজার ৭৪০ টাকা দেওয়া হয়েছে। তাদের অভিযোগ প্রদানকারীর জায়গায় স্বাক্ষর রয়েছে দক্ষিণ দিনাজপুরের বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার এবং কোষাধ্যক্ষের। সেখানে বিজেপির স্ট্যাম্পও রয়েছে বলে দাবি। তাঁদের অভিযোগ, ভোট কিনতেই এই পদ্ধতি অবলম্বন করেছে বিজেপি।
[আরও পড়ুন: ‘২৬ মে মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বাজবে’, রাজ্যকে বেনজির আক্রমণ অমিতের]
বুধবার এই বিষয়টিকেই লিখিত আকারে বালুরঘাট লোকসভার সাধারণ পর্যবেক্ষকের কাছে জমা দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এ প্রসঙ্গে হিলির বাসিন্দা তৃণমূল কর্মী বিদ্যুৎ বিশ্বাস জানিয়েছেন, হিলির জামালপুর এলাকার এক বাসিন্দাকে চেকটি দেওয়া হয়েছিল ভোট কেনার জন্য। অভিযোগ, একইভাবে আরও অনেককে চেকের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। তাদের প্রত্যেককে কম করে ১০ থেকে ১২ টি ভোট জোগার করতে বলা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.