রঞ্জন মহাপাত্র, কাঁথি: রাম নবমীর আগেই অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়লেন বিজেপি কর্মীরা সমর্থকরা। অস্ত্র মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরে কাঁথি শহরে। কাঁথি হাসপাতালের আউটডোরের কাছে মিছিল আটকালে, পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের বাগ-বিতণ্ডা হয়। শেষপর্যন্ত কাঁথি শহর লাগোয়া মেচেদা বাইপাসে শেষ হয় বিজেপির অস্ত্র মিছিল।
[রাম নবমীতে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর]
গত বছর রাম নবমীতে রাজ্য জুড়ে বিজেপি অস্ত্র মিছিলকে ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠেছিল। খড়গপুরে তলোয়ার হাতে মিছিলে শামিল হয়েছিলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ। বীরভূমের সিউড়িতে আবার অস্ত্র মিছিলে হেঁটেছিল স্কুলে পড়ুয়ারা। অস্ত্র মিছিল হয়েছিল খাস কলকাতায়ও। ভবানীপুর, এন্টালি গড়িয়ায় অস্ত্র নিয়ে মিছিল বের করেছিল। এবার অবশ্য রাম নবমীতে অস্ত্র মিছিল রুখতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই হুগলির গুড়াপে প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, রাম নবমীতে অস্ত্র মিছিল করা যাবে না। কোথাও যাতে অশান্তি না হয়, সেদিকে পুলিশকে নজর রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু, রাম নবমী পর্যন্ত আর অপেক্ষা করল না বিজেপি। বাসন্তী পুজোর বোধনে দিনেই কাঁথিতে অস্ত্র মিছিল বের করলেন দলের কর্মী-সমর্থকরা। পুরাণ মতে, বাসন্তী পুজোর নবমীর দিন জন্মেছিলেন রাম। তাই ওই দিনটিকে রাম নবমী হিসেবেও পালন করা হয়।
[স্থায়ী হল না দাম্পত্য, অহনার অভিযোগে বধূ নির্যাতনের মামলা সিউড়ি আদালতে]
শুক্রবার সকালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে জড়ো হন বিজেপির ‘সশস্ত্র’ কর্মী-সমর্থকরা। এরপর মিছিল করে শহর পরিক্রমা করতে শুরু করেন তাঁরা। মিছিল অংশগ্রহণকারীদের হাতে ছিল তলোয়ার। অশান্তি এড়াতে কাঁথি শহরের চারপাশে ১৪৪ ধারা জারি করেছিল পুলিশ। বিজেপির অস্ত্র মিছিল কাঁথি হাসপাতালে আউটডোরে সামনে পৌঁছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১৪৪ ধারা জারি থাকায় মিছিল আটকায় পুলিশ। এই নিয়ে মিছিলকারীদের সঙ্গে পুলিশের বাগ-বিতণ্ডা হয়। পুলিশি বাধায় আর এগোতে না পেরে, শেষপর্যন্ত মিছিলের মুখে ঘুরিয়ে নিতে বাধ্য হন বিজেপি কর্মী-সমর্থকরা। শেষপর্যন্ত কাঁথি শহর লাগোয়া মেচেদা বাইপাসে শেষ হয় বিজেপির অস্ত্র মিছিল।
দেখুন ভিডিও:
[দিঘার সমুদ্রে নেমে দুর্ঘটনার কবলে, স্পিডবোটের ধাক্কায় জখম ২ পর্যটক]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.