সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাটপাড়ায় গুলি-বোমা কাণ্ডে লেগেছে রাজনীতির রং৷ এই ইস্যুকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছে বিজেপি৷ বৃহস্পতিবার রাতে নিহত রামবাবু এবং ধরমবীর সাউয়ের পরিজনদের সঙ্গে দেখা করেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ নিহতদের পরিবারের পাশে গেরুয়া শিবির রয়েছে বলেই আশ্বাস দেন তিনি৷ পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন সাংসদ৷ এদিকে, বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবারও থমথমে ভাটপাড়া৷ গোটা এলাকায় জারি ১৪৪ ধারা৷ বন্ধ ইন্টারনেট পরিষেবা৷ ঘোষপাড়া রোড থেকে বসানো হয়েছে পুলিশ পিকেট৷ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ ভাটপাড়া পরিদর্শনে আসার কথা৷ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে স্বরাষ্ট্রমন্ত্রকে সেই রিপোর্ট পেশ করবেন প্রতিনিধিরা৷ এছাড়াও গুলি-বোমায় মৃত্যুর প্রতিবাদে বারাকপুর কমিশনারেট ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে গেরুয়া শিবির৷ ভাটপাড়ায় দেহ নিয়ে মিছিল এবং কলকাতায় প্রতিবাদ মিছিল করবে বিজেপি৷
বৃহস্পতিবার ভাটপাড়ায় একটি থানা উদ্বোধনের কথা ছিল৷ কিন্তু তার আগে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল সাড়ে দশটা নাগাদ ভাটপাড়া মোড়ে শ্রমিকদের বসতিতে আচমকাই বোমাবাজি শুরু হয়। এরপর বেলা যত গড়িয়েছে, বোমাবাজিও ততই বেড়েছে। সকালে প্রায় ঘণ্টা দেড়েক মুড়ি-মুড়কির মতো বোমা পড়েছে। সঙ্গে চলেছে গুলিও। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শূন্যে প্রায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। এলাকায় নামানো হয় ব়্যাফ ও কমব্যাট ফোর্স। ভাটপাড়ায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন দুজন। আহত কমপক্ষে পাঁচজন। ভাটপাড়ার পরিস্থিতি নিয়ে নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজি-সহ পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী তিন দিনের মধ্যে ওই এলাকায় শান্তি ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি৷ রং না দেখে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারিতেও জোর দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ যদিও ইতিমধ্যেই এই ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের কাছ উদ্ধার করা হয়েছে অস্ত্রশস্ত্র ও বোমা৷
ভোটের পর থেকে লাগাতার অশান্তি জারি রয়েছে ভাটপাড়ায়৷ শান্তি ফেরাতে ব্যর্থ বারাকপুর কমিশনারেটের কমিশনার তন্ময় রায়চৌধুরি৷ এই অভিযোগে বৃহস্পতিবারই অপসারিত করা হয়েছে বারাকপুর কমিশনারেটের কমিশনার তন্ময় রায়চৌধুরিকে৷ বর্তমানে কমিশনার হিসাবে দায়িত্ব সামলাবেন মনোজ ভার্মা৷ আজই হয়তো কাজ শুরু করতে পারেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.