ছবি: প্রতীকী
ধীমান রায়, বর্ধমান: দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষ তৃণমূল ও বিজেপির। ভাঙচুর চলল বেশ কয়েকটি বাড়িতেও। রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমান শহরের বাবুরবাগ এলাকা। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ ও ব়্যফ। কয়েকজনকে পুলিশ আটক করেছে জানা গিয়েছে।
ঘড়িতে তখন দুপুর আড়াইটে। লোকসভা ভোটে জয়ের আনন্দে বর্ধমান শহরের বাবুরবাগ এলাকায় লাড্ডু বিলি করছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। দলের পতাকাও লাগানো হচ্ছিল। অভিযোগ, আচমকাই স্থানীয় কয়েকজন বিজেপি সমর্থকদের বাড়িতে চড়াও হন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। শুরু হয় ভাঙচুর, মারধর করা হয় বিজেপি সমর্থকদের পরিবারের লোকেদেরও। এমনকী, বাড়ির মহিলারাও রেহাই পাননি বলে অভিযোগ। এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্ধমান থানায় অভিযোগ জানাতে যান বিজেপি কর্মীরা। থানা ঘেরাও করে বিক্ষোভ চলে বিকেল পর্যন্ত। বর্ধমান শহরের বাবুরবাগ এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিকেলে বিজেপি সমর্থকরা ফিরতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তৃণমূল সমর্থকদের সঙ্গে তাঁদের তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায়। ভাঙচুরের পর একটি অসমাপ্ত বাঁশের মণ্ডপ আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে বাবুরবাগে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। ঘিরে ফেলা হয় এলাকা। পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনে লাঠিচার্জ করে পুলিশ। শেষ খবর অনুযায়ী, বেশ কয়েকজন আটকও করা হয়েছে। বাবুরবাগে মোতায়েন প্রচুর পুলিশ ও ব়্যফ।
এবারের লোকসভা ভোটের বর্ধমান-দুর্গাপুর আসনটি গিয়েছে বিজেপির দখলে। তবে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে ফের জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ও গতবারের সাংসদ সুনীল মণ্ডলই। বর্ধমান শহর বর্ধমান লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.