Advertisement
Advertisement
তৃণমূল-বিজেপি

লাড্ডু বিলিকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, রণক্ষেত্র বর্ধমান শহর

বাবুরবাগে বেশ কয়েকজন বিজেপি সমর্থকের বাড়িতে ভাঙচুর।

BJP and TMC supporters clash with each other in Burdwan town

ছবি: প্রতীকী

Published by: Tanumoy Ghosal
  • Posted:June 4, 2019 8:10 pm
  • Updated:June 4, 2019 8:20 pm  

ধীমান রায়, বর্ধমান: দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষ তৃণমূল ও বিজেপির। ভাঙচুর চলল বেশ কয়েকটি বাড়িতেও। রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমান শহরের বাবুরবাগ এলাকা। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ ও ব়্যফ। কয়েকজনকে পুলিশ আটক করেছে জানা গিয়েছে।

[ আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা অব্যাহত, মাথাভাঙায় আক্রান্ত তৃণমূলের অঞ্চল সভাপতি]

ঘড়িতে তখন দুপুর আড়াইটে। লোকসভা ভোটে জয়ের আনন্দে বর্ধমান শহরের বাবুরবাগ এলাকায় লাড্ডু বিলি করছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। দলের পতাকাও লাগানো হচ্ছিল। অভিযোগ, আচমকাই স্থানীয় কয়েকজন বিজেপি সমর্থকদের বাড়িতে চড়াও হন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। শুরু হয় ভাঙচুর, মারধর করা হয় বিজেপি সমর্থকদের পরিবারের লোকেদেরও। এমনকী, বাড়ির মহিলারাও রেহাই পাননি বলে অভিযোগ। এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্ধমান থানায় অভিযোগ জানাতে যান বিজেপি কর্মীরা। থানা ঘেরাও করে বিক্ষোভ চলে বিকেল পর্যন্ত। বর্ধমান শহরের বাবুরবাগ এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিকেলে বিজেপি সমর্থকরা ফিরতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তৃণমূল সমর্থকদের সঙ্গে তাঁদের তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায়। ভাঙচুরের পর একটি অসমাপ্ত বাঁশের মণ্ডপ আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে বাবুরবাগে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। ঘিরে ফেলা হয় এলাকা। পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনে লাঠিচার্জ করে পুলিশ। শেষ খবর অনুযায়ী, বেশ কয়েকজন আটকও করা হয়েছে। বাবুরবাগে মোতায়েন প্রচুর পুলিশ ও ব়্যফ।

Advertisement

এবারের লোকসভা ভোটের বর্ধমান-দুর্গাপুর আসনটি গিয়েছে বিজেপির দখলে। তবে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে ফের জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ও গতবারের সাংসদ সুনীল মণ্ডলই। বর্ধমান শহর বর্ধমান লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত।

[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে সরকারি জমির সাইন বোর্ড ভাঙার চেষ্টা কৃষকদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement