Advertisement
Advertisement
Asansol

রাজনৈতিক দ্বন্দ্বের গেরোয় দামোদরও! জেটি তৈরি হবে নাকি সেতু? চাপানউতোর তৃণমূল-বিজেপির

এলাকাবাসীর দাবি, জেটি নয়, বাঁশের সেতুর বদলে স্থায়ী সেতু তৈরি হলে তবেই সমস্যা মিটবে।

BJP and TMC involved in tussle over building bridge on Damodar River in Asansol
Published by: Sucheta Sengupta
  • Posted:February 2, 2025 4:57 pm
  • Updated:February 2, 2025 5:08 pm  

শেখর চন্দ্র, আসানসোল: সেতু নাকি জেটি? দামোদরের উপর কী তৈরি হবে, তা নিয়েও দ্বন্দ্বে জড়াল তৃণমূল-বিজেপি। দামোদরের উপর জেটি গড়তে উদ্যোগী কেন্দ্র। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিশেষ আবেদনে সাড়া দিয়ে রবিবার কেন্দ্রীয় জাহাজ, বন্দর ও জলবিভাগ মন্ত্রকের ডিরেক্টর রবীন্দ্রকুমার সিং গিয়েছেন আসানসোলে। তাঁর নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল বার্নপুরে দামোদর নদের ঘাট পরিদর্শন করে। জানান, এলাকাটি তাঁদের অধীনস্থ হলে ফ্লোটিং জেটি গড়া হবে। আর এলাকাবাসীর দাবি, জেটি নয়, বাঁশের সেতুর বদলে স্থায়ী সেতু তৈরি হলে তবেই সমস্যা মিটবে। কেন্দ্রের এই উদ্যোগকে কটাক্ষ করে তৃণমূলের পালটা, আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে নাটক করছে বিজেপি।

আসানসোলের বার্নপুরে ইসকোর নেহরু পার্কের পিছনেই রয়েছে দামোদর নদের উপর অস্থায়ী বাঁশের সাঁকো। তা বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান সংযোগকারী। বর্ষার সময়ে বাঁশের সাঁকো ভেঙে যায়। তখন প্রাণ হাতে নিয়ে নৌকায় করে দামোদর পারাপার করেন হাজার হাজার মানুষ। অন্য সময়ে দুর্বল অস্থায়ী বাঁশের সাঁকো দিয়েই প্রাণ হাতে নিয়ে পারাপার চলে। তবে এখানে পাকা সেতু হলে শিল্পাঞ্চলের পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া জেলার বিস্তীর্ণ অংশের মানুষ উপকৃত হবেন। পাকা সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। কিন্তু রাজ্য তা নাকচ করে দিয়েছে বলে অভিযোগ আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।

Advertisement
বার্নপুরে দামোদরের উপর বাঁশের সেতু। নিজস্ব চিত্র।

তবে রবিবার ফের নতুন করে প্রশাসনিক তৎপরতা নজরে পড়ে। দিল্লি থেকে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের একটি প্রতিনিধি দল নদীঘাটে আসে। তাঁরা জানান, এখানে জেটি গড়া সম্ভব। কিন্তু দামোদরের কিছু অংশ কেন্দ্রীয় মন্ত্রকের সরাসরি অধীনে রয়েছে। বাকি অংশ রাজ্যের অধীনে আছে। এই অংশটিতে সরাসরি কেন্দ্র কাজ করতে পারবে কিনা তা দেখেতে হবে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা তাঁদের বলেন, ”যা করার আপনাদেরই করতে হবে। রাজ্য কিছু করবে না। আমি এখানে ব্রিজ গড়ার জন্য কেন্দ্রীয় সড়কমন্ত্রীর কাছে গিয়েছি।” তিনি জানিয়েছেন, জাতীয় সড়কের নির্দিষ্ট দূরত্ব অবধি তারা সেতু বানাতে পারে। তা ছাড়া পারে না। তারপর কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের কাছে গিয়েছিলেন। সেতু বানাতে পারবেন না, তবে জেটি বানাতে পারেন বলে জানিয়েছেন। এদিন তিনিই পরিদর্শনের জন্য টিম পাঠিয়েছেন।

এসব দেখে এলাকার বাসিন্দারা বলছেন, জেটি গড়ে কোনও লাভ হবে না। আমরা চাই এখানে সেতু তৈরি করা হোক। তৃণমূলের রাজ্য নেতা অশোক রুদ্র বলেন, ”বিজেপি বিধায়কের এই সবটাই রাজনৈতিক চমক। আগামী এক বছরের মধ‍্য রাজ‍্যে বিধানসভার নির্বাচন। সেই দিকে তাকিয়েই তাঁরা ভোটের রাজনীতি করছেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement