Advertisement
Advertisement

Breaking News

BJP and TMC blames each other in Kaliyaganj rape and murder case

কালিয়াগঞ্জে ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন সুকান্তর, পালটা জবাব তৃণমূলের

এখনও থমথমে কালিয়াগঞ্জের মালগাঁও পঞ্চায়েতের গাঙ্গুয়া গ্রাম।

BJP and TMC blames each other in Kaliyaganj rape and murder case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 21, 2023 8:44 pm
  • Updated:April 21, 2023 8:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা। ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পালটা নারী নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট উল্লেখ করে গেরুয়া শিবিরকে জবাব তৃণমূলের।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নিশানা করেন। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির কথা উল্লেখ করে ঘাসফুল শিবিরকে বিঁধলেন তিনি। নয়া কর্মসূচিকে ‘নাটক’ বলেও কটাক্ষ করেন সুকান্ত। বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও রাজ্যে এই ধরনের ঘটনা মানা যায় না বলেই সুর চড়ান বিজেপি নেতা।

Advertisement

[আরও পড়ুন: মেটিয়াবুরুজের পর তপসিয়া, ট্রান্সফর্মার থেকে পাশের রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড]

পালটা কেন্দ্রের রিপোর্টের তথ্য তুলে ধরে সুকান্তকে জবাব দেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের মতে, এই ধরনের ঘটনা সত্যি অনভিপ্রেত। তার যথাযথ তদন্তও হবে। তবে কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী নারীদের ক্ষেত্রে নিরাপদতম রাজ্য বাংলা। তাই এই অবাঞ্ছিত ঘটনাকে হাতিয়ার করে বিজেপির রাজনীতি করা উচিত নয়। এদিকে, ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে থমথমে কালিয়াগঞ্জের মালগাঁও পঞ্চায়েতের গাঙ্গুয়া গ্রাম। অভিযুক্তের খোঁজে চলছে জোর তল্লাশি।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: শিক্ষার পর এবার পুরসভা দুর্নীতিতেও সিবিআই তদন্ত, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement