সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মী, সমর্থকদের বিরুদ্ধে। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর এলাকায়। জানা গিয়েছে, ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের কর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
পাঁচ দফা শেষ। এখনও বাকি আরও দু’দফা নির্বাচন। ভোটের আবহে বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন এলাকা। কোথাও শাসকদলের হাতে আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের সদস্যরা। কোথাও আবার আক্রমণের শিকার খোদ শাসকদলের কর্মীরাই। এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের মোহনপুর এলাকা। তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার ওই এলাকায় সভা করতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই সভায় ভিড় জমিয়েছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। অভিযোগ, সভা থেকে ফিরে তাঁরা দেখেন ভাঙচুর করা হয়েছে তাঁদের বাড়িতে। এমনকী আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে একাধিক কর্মীর বাড়িতে।
স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকার তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিজেপির কর্মীরা। অভিযোগ, এদিন শাসকদলের কর্মীরা বাড়িতে না থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়েই বিজেপি কর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালায়। ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে একাধিক বাড়িতে। পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কয়েকটি ঘর। সূত্রের খবর, ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়ে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, ভোটের আগে বিজেপির নামে অপপ্রচার করছে শাসকদল। আগামী ১২ মে মেদিনীপুরে ভোট। তার আগে বিক্ষিপ্ত অশান্তিতে উত্তপ্তই রয়েছে মেদিনীপুরের রাজনৈতিক পরিস্থিতি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.