ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় প্রকল্পের জন্য রাজ্যকে কত টাকা বরাদ্দ করা হয়েছে? মুখোমুখি বসে সেই হিসাব দেওয়ার চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ গ্রহণও করেছিল বিজেপি। তবে তার পরেও জলপাইগুড়ির ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে অভিষেকের নির্বাচনী জনসভায় দেখা গেল না গেরুয়া শিবিরের কাউকেই। মঞ্চ থেকেই প্রশ্ন করেন অভিষেক বিজেপির কেউ এসেছেন কিনা। তবে দেখা যায় গেরুয়া শিবিরের প্রতিনিধি অনুপস্থিত। এর পরই অভিষেকের খোঁচা, “হাটে হাঁড়ি ভেঙে দিয়েছি।”
এদিনের মঞ্চ থেকে অভিষেকের প্রশ্ন, ‘‘বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম। দুটো পোডিয়াম রেখেছি তর্ক হবে বলে। বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন। কেউ কি এসেছেন?’’ কেউ আসেননি দেখার পর তিনি আরও বলেন, ‘‘হাটে হাঁড়ি ভেঙেছি।’’ এর পরই একটি ভিডিও দেখান। ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়, সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতিই সার। বাড়ি তো পাওয়া যায়নি। আবার কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দও কমিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ অভিষেকের। শুধু তাই নয়, ১০০ দিনের কাজের টাকাও দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। সবশেষে বিজেপির উদ্দেশে অভিষেক বলেন, ‘‘খুঁটিপুজো আজ করলাম, বিসর্জন মে মাসের শেষ সপ্তাহে করব।’’
উল্লেখ্য, লোকসভা ভোটের আগে বিজেপিকে চাপে ফেলতে কেন্দ্রীয় বঞ্চনাকেই হাতিয়ার করেছে তৃণমূল। বৃহস্পতিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডেলে দাবি করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পে এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। তা সত্ত্বেও মিথ্যা দাবি করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারকে আর্থিক বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক। এমনকী ‘ওয়ান টু ওয়ান’ বসে হিসাব দেওয়ার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তৃণমূল নেতা। কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করে রাজ্য বিজেপি। X হ্যান্ডেলে একটি বিজ্ঞাপন পোস্ট করে গেরুয়া শিবির।
তাতে লেখা হয়, “আপনি আপনার সুবিধামতো স্থান ও সময় জানান। আমরা আমাদের যুব মোর্চার কোনও এক কর্মীকে পাঠিয়ে দেব বিতর্কের জন্য। আপাতত বিজ্ঞাপন পড়ে নিন।” ওই বিজ্ঞাপনে কোন প্রকল্পে কত বরাদ্দ করা হয়েছে, তা উল্লেখ করা হয়। আবার তেমনই রাজ্য সরকারের ‘অসহযোগিতা’য় কোন কোন প্রকল্প থেকে বাংলার মানুষ বঞ্চিত তার উল্লেখও রয়েছে। আবার ওই বিজ্ঞাপন-সহ বিজেপির পোস্টটি রিপোস্ট করেন অভিষেক। বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের আর্থিক বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র সঙ্গে নিয়ে আসার কথা বলেন অভিষেক। X হ্যান্ডলে তিনি আরও লেখেন, ‘দেখা হবে।’ তবে চ্যালেঞ্জ গ্রহণের পরেও ময়নাগুড়ির সভায় গরহাজির বিজেপি প্রতিনিধি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.