Advertisement
Advertisement

৩ বাইসনের তাণ্ডবে ত্রস্ত গোটা গ্রাম, গুরুতর জখম চারজন

বনকর্মীদের ছোঁড়া ঘুমের ইঞ্জেকশনে কাবু একটি বাইসন৷

 Bisons roam openly at Alipurduar
Published by: Tanujit Das
  • Posted:January 21, 2019 8:41 pm
  • Updated:January 21, 2019 9:21 pm  

রাজকুমার, আলিপুরদুয়ার: তিন বাইসনের তাণ্ডবে কার্যত হুলস্থুল অবস্থা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শহর লাগোয়া ঘাগরা অঞ্চলে৷ সোমবার সকাল থেকে গোটা এলাকা দাপাল জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা ওই তিনটে বাইসন৷ গুঁতিয়ে চারজনকে গুরুতর জখম করল তারা৷ তাদের গুঁতোয় চোট পেল দুটি গরুও৷

[অবৈধভাবে খাল ভরাট করে বহুতল নির্মাণ, প্রতিবাদে শামিল গোটা গ্রাম ]

Advertisement

জানা গিয়েছে, পাশের জঙ্গল থেকে সোমবার সকালেই ঘাগরার বালাটারি গ্রামে ঢুকে পড়ে ওই তিনটে বাইসন৷ তাঁদের তাড়া করতে থাকেন স্থানীয় বাসিন্দারা৷ লাঠিসোটা দিয়ে তাড়া করে তাদের ভাগানোর চেষ্টা করা হয়৷ ফাটানো হয় পটকা৷ তাড়া খেয়ে দিগ্বিদিক শূন্য হয়ে দৌঁড়াতে থাকে বাইসনগুলি৷ সামনে যাকেই পেয়েছে সিং-এর উপর তুলে আছাড় মেরেছে মাটিতে৷ তাদের গুঁতোয় গুরুতর চোট পেয়েছেন এলাকার চারজন পথচারী৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয় তাঁদের৷ জখম হয়েছে দুটি গরুও৷ তাদের অবস্থাও আশঙ্কাজনক৷

[নির্ভুল ভোটার তালিকা প্রকাশ, পুরস্কার পাচ্ছে নদিয়া জেলা]

স্থানীয়রা দিয়েছেন, বাইসনগুলিকে কোনওভাবে আয়ত্তে আনতে না পেরে বনদপ্তরে খবর দেন তাঁরা৷ ঘটনাস্থলে আসেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা৷ তাঁদের অনুমান, বক্সার জঙ্গল থেকেই বাইসনগুলি এলাকায় ঢুকেছে৷ ঘুমের ইঞ্জেকশন ছুঁড়ে একটি বাইসনকে কোনও ভাবে আয়ত্তে আনেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement