নন্দন দত্ত, সিউড়ি: বীরভূমে স্টোনম্যান! শুক্রবার গভীর রাতে এক যুবককে ‘স্টোনম্যানের’ কায়দায় ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করল আরেক যুবক। শনিবার ভোররাতে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে শেখ কুতুবুদ্দিন ওরফে বাবু নামে ওই যুবককে উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ। কিন্তু সকালের আলো ফুটতেই শহরে ‘স্টোনম্যানের’ কায়দায় পাথর দিয়ে থেঁতলে মারার সেই বীভৎস ফুটেজ দেখে চমকে ওঠে।
পুলিশের সিসি ক্যামেরার ছবি লিক হয়ে যাওয়ায় বেকায়দায় পড়তে হয় জেলা পুলিশকে। পরিস্থিতি এমন দাঁড়ায় জেলা পুলিশ সুপার রাজনারায়ন মুখোপাধ্যায় সংবাদমাধ্যমের কাছে তথ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ওই ভাইরাল ছবি না দেখানোর অনুরোধ করেন। এদিকে ছবি দেখে সাঁইথিয়া থানার মাধ্যমে কুতুবুদ্দিনের পরিবার খবর পায়। তার ভাই নিজামুদ্দিন ও দিদি হীরাবিবি এসে তাঁর ভাইয়ের দেহ শনাক্ত করে। সিউড়ি থানার পুলিশ খুনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে শেখ কায়েশ ও শেখ মুবারককে তুলে নিয়ে আসে। সিউড়িতে ‘স্টোনম্যানের’ চাঞ্চল্য থামাতে সন্ধে পর্যন্ত সিউড়ি থানায় এসে ঘটনার তদন্ত চালান পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলা পুলিশ সুপার পরাগ ঘোষ-সহ পুলিশ আধিকারিকেরা। তবে প্রকাশ্যে চৌরাস্তার মোড়ে পাথর দিয়ে এক যুবককে থেঁতলে মারার তিনঘন্টা পরে ঘটনাস্থলে পুলিশ আসায় সে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাসিন্দারা।
এলাকার বাসিন্দা কল্যাণী কোনাই জানান, ভোর পাঁচটায় দোকান খুলতে এসে দেখি একজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে আছে। অন্যদিকে অতনু রুজ দাবি করেন, রাত আড়াইটার ঘটনায় পুলিশ এল সাড়ে পাঁচটায়। সদরের এই ব্যর্থতার জন্য আতঙ্ক ছড়িয়েছে শহরে। দুজনকে আটক করা হয়েছে। রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, তদন্তে নতুন মোড় পাওয়া গিয়েছে। তদন্ত চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.