Advertisement
Advertisement

দ্বিতীয়বার বিয়ে! জামাইকে গাছে বেঁধে গণপ্রহার শ্বশুরবাড়ির

চাঞ্চল্য বোলপুরে৷

Birbhum: Man marries twice, gets thrashed by in-laws
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 29, 2018 3:54 pm
  • Updated:August 29, 2018 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর সঙ্গে বনিবনা নেই৷ বিবাহবিচ্ছেদের তোড়জোড় চলছে৷ কিন্তু, স্বামী যে আর অপেক্ষা করতে রাজি নন! লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে করে ফেলেছেন তিনি৷ সেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঘটল বিপত্তি৷ বাড়ি থেকে তুলে নিয়ে গাছে বেঁধে জামাইকে গণপিটুনি দিলেন শ্বশুরবাড়ির লোকেরা৷ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে৷

[ শিক্ষকদের নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও পোস্ট, ৭ পড়ুয়ার শাস্তি প্রত্যাহার স্কুল কর্তৃপক্ষের]

Advertisement

বছর চারেক আগে ভালবেসে বিয়ে করেছিলেন বোলপুরের নুরপুর গ্রামের যুবক সন্দীপ মণ্ডল৷ হোমগার্ড পদে চাকরি করতেন তিনি৷ সন্দীপের স্ত্রী পিংকির বাপের বাড়িও নুরপুরেই৷ কিন্তু, তাঁদের দাম্পত্য জীবন সুখের হয়নি৷ পিংকির বাপের লোকেদের অভিযোগ, বিয়ের এক বছরের মধ্যেই স্বামী-স্ত্রীর অশান্তি শুরু হয়ে যায়৷ এদিকে দাম্পত্য নিয়ে টানাপোড়েন চলাকালীনই আবার মা হন প্রিয়াঙ্কা৷ শিশুপুত্রকে নিয়ে বাপের বাড়ি চলে যান তিনি৷ স্ত্রী চলে যাওয়ার পর চাকরি থেকে সাসপেন্ড হন সন্দীপ৷ তাঁর শ্বশুরবাড়ির লোকেদের দাবি, নুরপুর লাগোয়া একটি আদিবাসী গ্রামে গিয়ে ঝামেলা পাকিয়েছিলেন তিনি৷ তাই তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে কর্তৃপক্ষ৷ বিবাহবিচ্ছেদের তোড়জোড় চলছিল৷

বিবাহবিচ্ছেদের তোড়জোড় চলছিল ঠিকই৷ কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে এখনও আইনি বিচ্ছেদ হয়নি৷ চাকরিও নেই৷ সন্দীপ ফের বিয়ে করেছেন বলে অভিযোগ৷ স্ত্রী পিংকির দাবি, সোশ্যাল মিডিয়ায় সন্দীপের দ্বিতীয় বিয়ের ছবি দেখেছেন তিনি৷ মঙ্গলবার রাতে তাঁকে বাড়ি থেকে তুলে আনেন শ্বশুরবাড়ির লোকেরা৷ গাছে বেঁধে শুরু হয় গণপিটুনি৷ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ সন্দীপ মজুমদারকে উদ্ধার করে বোলপুর থানার পুলিশ৷ এখন হাসপাতালে ভরতি তিনি৷ যদিও দ্বিতীয় বিয়ের ঘটনা অস্বীকার করেছেন সন্দীপ৷ এদিকে ছেলের সঙ্গে বউমার যে অশান্তি চলছিল, সেকথা স্বীকার করেছেন তাঁর মা গৌরী মজুমদার৷ তিনি জানিয়েছেন, স্ত্রীকে মারধরের অভিযোগে সন্দীপের বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা৷

[ সেপ্টেম্বর থেকেই অনলাইনে কেনা যাবে রবীন্দ্র রচনাবলী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement