নন্দন দত্ত, সিউড়ি: বীরভূমের রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। এসআরডি-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের কথা এবারের পঞ্চায়েত নির্বাচনী স্লোগানে পরিণত হয়েছিল। সেকথাই যেন প্রমাণিত হল৷ আবারও মাথায় উঠল সেরার মুকুট৷ উন্নয়নের ভিত্তিতে এবছরও কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক থেকে সেরার পুরস্কার পেল বীরভূম জেলা পরিষদ। একইসঙ্গে সন্মানিত হয়েছে রামপুরহাট দু’নম্বর পঞ্চায়েত সমিতি ও সিউড়ি দু’নম্বর ব্লকের দমদমা পঞ্চায়েত ও ইলামবাজার পঞ্চায়েত। পরপর দুটি আর্থিক বছরে বীরভূমের এই কেন্দ্রীয় পুরস্কার জয়। কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের তরফে সেরা পুরস্কারের ফলক পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু পুরস্কার নয়, উন্নয়নের জন্য এবছরও ফের ৫০ লক্ষ টাকা আর্থিক অনুদানও পাবে বীরভূম জেলা পরিষদ।
জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, এলাকার উন্নয়নে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতি মেনে সময়ে কাজ করার জন্য এই সম্মান এসেছে। জেলা জুড়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনার প্রায় ১১০০ কিলোমিটার রাস্তা হয়েছে। সৌরবিদ্যুৎ চালিত ১৬০টি জলের পাম্প সেট দেওয়া হয়েছে। পানীয় জলের সমস্যা সমাধানে ৪০০টি নতুন করে গভীর নলকূপ দেওয়া হয়েছে। নির্মল বীরভূমের উদ্যোগকে সামনে রেখে শৌচমুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে।
২০১৬-১৭ অর্থবর্ষে স্বশক্তিকরণের ভিত্তিতে এই সম্মান এসেছে। এই সম্মানের পিছনে সকলের উদ্যোগ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিশাকে দায়ী করেছেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরি। তিনি আরও জানান, মানুষের চাহিদাপূরণ করেই এই পুরস্কার এসেছে।
অতিরিক্ত জেলাশাসক দীপ্তেন্দু বেরা বলেন, ‘‘জেলা পরিষদের ১০টি স্থায়ী কমিটি নিয়মিত যথা সময়ে বসেছে। সমিতির সিদ্ধান্ত নির্ধারিত সময়ের আগেই নিজের নিজের এলাকায় কাজ করেছে। এর ফলে উপকৃত হয়েছে মানুষ। কেন্দ্রীয় সরকার রাজ্যে ছ’টি পুরস্কার দিয়েছে। যার মধ্যে আমাদের বীরভূম পেয়েছে চারটি। শুধু পুরস্কার নয় উন্নয়নের জন্য এবছরও ফের ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পাবে বীরভূম জেলা পরিষদ।’’
গত আর্থিক বছরেও জেলা পরিষদের পাশাপাশি ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতি ও রাজনগর পঞ্চায়েত পুরস্কার পায়। তবে গতবার জেলা পরিষদের পক্ষ থেকে পুরস্কার আনতে গেলেও এবার পঞ্চায়েত নির্বাচন থাকায় কেউ পুরস্কার আনতে যেতে পারেনি।
ছবি: বাসুদেব ঘোষ
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.