Advertisement
Advertisement
আলু

আলু-পটলের পথনাটিকা! গণতান্ত্রিক অধিকার প্রয়োগ নিয়ে বীরভূমে অভিনব কর্মসূচি

পথনাটিকার মাধ্যমে ভোটারদের সচেতনতার কাজে শামিল বিভিন্ন নাট্য সংগঠন৷

Birbhum District administration arrange creative idea to promote election campaign
Published by: Sucheta Sengupta
  • Posted:March 29, 2019 8:58 pm
  • Updated:March 29, 2019 8:58 pm  

নন্দন দত্ত, সিউড়ি: ভোটের প্রচারে আলু আর পটল৷ চমকে উঠলেন? তাহলে গোটা গল্পটা শুনুন৷ আলু আর পটল নামে দুই মানব পুতুলকে ভোটের কাজে লাগিয়েছে বীরভূম জেলা প্রশাসন৷ শুধু এরা দু’জনই নয়৷ ১২জন মানুষকে এমন পুতুলের রূপ দিয়ে, তাদের নিয়ে তৈরি হয়েছে ভোটের পথনাটিকা৷ যার মূল চরিত্র আলু আর পটল৷ এরা বিশেষভাবে সক্ষম

২০১৯-এর নির্বাচন যে একাধিক কারণে অন্যান্য বছরের চেয়ে আলাদা, তার মধ্যে অন্যতম বিশেষ সক্ষম ভোটারদের উৎসাহ দান৷ আর তাই বধির আলু আর পটলকে প্রতীক করে ভোটদানে উৎসাহ দিতে পথনাটকের আয়োজন করল জেলা নির্বাচন কমিশন। আলু বা পটল জানে না, ভিভিপ্যাট কী। তাই তাদের সুবিধার্থে নির্বাচন কমিশন একাধিক অ্যাপস আনছে৷ সেসব কী, কীভাবে ব্যবহার করা হবে, ভোটার তালিকায় তাদের নাম আছে কি না, এসব দেখেবুঝে নেওয়ার জন্য আলু আর পটলকে ঘিরে তৈরি হয়েছে পথনাটিকা৷ শুক্রবার দুপুরে আলু, পটলের ২৫ মিনিটের কাণ্ডকারখানা দেখলেন বীরভূমের জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক মৌমিতা গোদারা৷ তিনি বললেন, ‘কমিশন অনুমোদন দিলেই আমরা অন্যভাবে ভোট প্রচারে এই মানব পুতুলদের পথে নামাব। সব মানুষ নির্বিঘ্নে,নিশ্চিন্তে নিজের হাতে যাতে ভোট দিতে পারেন, সেটাই লক্ষ্য আমাদের।’

Advertisement

                                                         [ আরও পড়ুন : ‘নির্ভয়ে ভোট দিন’, ম্যাসকট ভোট্টুর মুখোশ পরে প্রচারে কন্যাশ্রীরা]

ভোটদানে গ্রামের মানুষজনের অনেকেই এখনও অবুঝ। নিজেদের নাগরিক অধিকার প্রয়োগে তেমন সচেতন নন৷ কান থাকতেও তারা বধির। চোখ থাকতেও তারা অন্ধ। এমন মানুষের প্রতীক হয়েই পুতুলের বেশে সচেতনতা প্রচারে নামানো হয়েছে আলু, পটলকে৷ পরিকল্পনা লাভপুরের নাট্য সংগঠন লাভপুর সংস্কৃতি বাহিনী৷ তাঁরাই আনছেন ‘ভোটের কথা’ নামে কয়েক পর্বের নাটক৷ নাট্য পরিচালক উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, ‘প্রশাসনিক প্রকল্পে আমরা সচেতনতা মূলক অনেক নাটক করেছি। নাটকের মাধ্যমে সহজে লোকজনের কাছে পৌঁছনো যায়৷ তাঁদের শিক্ষা দেওয়া যায়৷ প্রশাসন অনুমতি দিলে আমারা আলু,পটল আর তার দলবল নিয়ে জেলা পরিক্রমায় বেড়িয়ে পড়ব।’ 

                                  [ আরও পড়ুন : প্রচার গাড়িতে ‘এমপি’ লেখা বোর্ড! বিতর্কে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ]

একইভাবে এদিন সিউড়ির ইয়ং নাট্য সংস্থার তরফে ভোট প্রচারে একটি পথ নাটক জেলা নির্বাচনী প্রতিনিধিদের সামনে উপস্থাপন করে। নাট্য দলের পরিচালক তথা পথ নাটক নির্মাতা নির্মল হাজরা জানান, ‘বীরভূমের নিজস্ব ভাষায় লোকনাট্যের ঢঙে ২০ মিনিটের পথ নাটকের বিষয় ছিল, ভোটে মহিলাদের অংশগ্রহণ। প্রতিবন্ধী ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা সহ আরও যে নতুন বিষয় গুলি এবার যুক্ত হয়েছে সেসব নিয়ে নাটক এখনও তৈরি হচ্ছে৷’ শুক্রবার নির্বাচনী টিম নাটকগুলি দেখে৷ তবে নাটকগুলিতে কিছুটা রদবদল করে ফের রবিবার উপস্থাপনের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। এখন তাই পরিবর্তন, সম্পাদনার কাজ চলছে। বিশেষভাবে সক্ষমদের জন্য বীরভূম জেলা প্রশাসনের এই উদ্যোগ ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসিত৷ এতে নাট্যকর্মীদেরও বেশ খানিকটা বাড়তি আয়ের সুযোগও তৈরি হয়েছে৷  

alu-patol-1

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement