Advertisement
Advertisement

অনুপ্রেরণা দিবসের অনুষ্ঠানে মঞ্চে উঠে উদ্দাম নাচ কংগ্রেস বিধায়কের

অনুব্রতকে আক্রমণ করে নয়া বিতর্কের জন্ম দিলেন মিল্টন রশিদ৷

Birbhum: Congress lawmaker dances in  hindi tune, Sparks controversy
Published by: Kumaresh Halder
  • Posted:October 3, 2018 3:06 pm
  • Updated:October 3, 2018 3:17 pm  

নন্দন দত্ত, সিউড়ি: গান্ধীজির জন্মদিনে ছাত্র-ছাত্রীদের সামনেই হিন্দি-বাংলা গানে কোমর দেলালেন বীরভূমের হাঁসন কেন্দ্রের বিধায়ক মিল্টন রশিদ৷ মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্রে নলহাটি থানার লোহাপুরের কাঁটাগড়িয়া মোড়ে গান্ধীজয়ন্তী উপলক্ষে ‘অনুপ্রেরণা দিবসে’র আয়োজন করা হয়৷ বিকালে সমাজসেবামূলক অনুষ্ঠান শেষে রাতে বিশাল জলসার আয়োজন করা হয়৷ মঞ্চে অর্কেস্টা এনে ‘অনুপ্রেরণা দিবসে’র চলতে থাকে তুমুল উল্লাস৷ জলসা জমতেই মহিলা শিল্পীর গানে কোমর দুলিয়ে দেন অনুব্রত মণ্ডলের দুর্গে টিকে থাকা একমাত্র কংগ্রেস বিধায়ক৷ মঞ্চে বিধায়কের নাচের ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হলেও ভাঙতে নারাজ মিল্টন৷ উলটে, তৃণমূল জেলা পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে বিতর্কের মাত্রা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন বিধায়ক স্বয়ং৷

[গলসিতে ধর্ষণ করে খুন, নির্যাতিতার নাম-পরিচয় ও ছবি পোস্ট ফেসবুক পেজে!]

মঙ্গলবার নলহাটি থানার কাঁটাগড়িয়া মোড়ে ২০টি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে ‘অনুপ্রেরণা দিবসে’র পালন করেন কংগ্রেস বিধায়ক৷ ২০টি হাইস্কুল ও মাদ্রাসাকে বিশেষ পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয় ওই অনুষ্ঠানে৷ একইসঙ্গে ১৭০০ মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় পেন খাতা ও ফাইল তুলে দেন বিধায়ক৷ এতক্ষণ সবই ঠিকঠাক ছিল৷ কিন্তু, তাল কাটল এদিন সন্ধ্যায়৷ অভিযোগ, সন্ধ্যা নামতেই পড়ুয়াদের উপস্থিতিতেই ‘নাচা-গানা’র আয়োজন করা হয়৷ মহিলা শিল্পীর গানে মঞ্চে উঠে দু’হাত তুলে নাচতে দেখা যায় বিধায়ককে৷ পড়ুয়াদের সামনে বিধায়কদের নাচের মুহূর্তেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ বিধায়কের নাচের ভিডিও ছড়িয়ে পড়তেই তুঙ্গে ওঠে বিতর্ক৷ গান্ধীজয়ন্তীতে ‘অনুপ্রেরণা দিবস’-এর নামে কীভাবে একজন বিধায়ক মঞ্চে উঠে পড়ুয়াদের সামনে কোমর দোলালেন, তা নিয়েও উঠছে প্রশ্ন৷

Advertisement

[পরকীয়া অপরাধ নয়, সাফাই শুনেই বন্ধুর গলায় কোপ যুবকের]

তবে, জেলাজুড়ে বিতর্কের ঝড় উঠলেও ভাঙতে নারাজ বিধায়ক৷ ঘটনায় কোনও শোক-তাপ প্রকাশ না করে অনুব্রত মণ্ডলকে উলটে কটাক্ষ করেন তিনি৷ বলেন, ‘‘স্কুলে পড়ুয়াদের অনুরোধে আমি মঞ্চে উঠে নাচ করেছি৷ এটা অপরাধের কিছুই নেই৷ কারণ, আমরা পাচনে নয়, নাচনে বিশ্বাসী৷’’ সম্প্রতি, একটি জনসভায় অনুব্রত মণ্ডল বিরোধীদের কটাক্ষ করে বলেন, ‘‘আবাদী জমিতে এবার পাচন দিয়ে চাষ করুন৷ দেখবেন ফল পাবেন৷’’ পর্যবেক্ষক মহলের ধারণা, নিজের নাচের বিতর্ক ঢাকতেই অনুব্রতকে আক্রমণ করে নয়া বিতর্কের জন্ম দিতে চাইছেন কংগ্রেস বিধায়ক৷

ছবি: সুশান্ত পাল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement