নন্দন দত্ত, বীরভূম: নেশার আসর বসানোর প্রতিবাদ। দুই পাড়ায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের সাঁইথিয়া। জখম চার জন। সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশও। আহত হয়েছেন সাঁইথিয়া থানার আইসি-সহ দু’জন পুলিশকর্মী। সোমবার রাতভর পুলিশি অভিযানে গ্রেপ্তার ১১। পরিস্থিতি যথেষ্ট থমথমে। শহরের সর্বত্রই মোতায়েন পুলিশ।
[তামিলনাড়ুতে বাঙালি যুবকের অস্বাভাবিক মৃত্যু, সমুদ্র থেকে উদ্ধার দেহ]
কালীতলা পল্লি আর পুকুরপাড়া। বীরভূমের সাঁইথিয়া পুর এলাকার পাশাপাশি দুটি ওয়ার্ড। কালীতলা পল্লির বাসিন্দাদের অভিযোগ, রাত নামলেই এলাকায় মদের আসর বসায় পুকুরপাড়া এলাকার কয়েক জন সমাজবিরোধী। এলাকায় ঢোকে বহিরাগতরাও। পুলিশকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। সোমবার সন্ধ্যায় যথারীতি কালীতলা পল্লিতে বসে নেশা করেছিল সমাজবিরোধীরা। তাদের বাধা দেন স্থানীয় কয়েক যুবক। প্রথমে বচসা, তারপর দুই পাড়ার বাসিন্দাদের তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায়। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন সাঁইথিয়া থানার আইসি সঞ্চয় শ্রীবাস্তব। কিন্তু, পুলিশকর্মীদের রেয়াত করেনি দুষ্কৃতীরা।
সাঁইথিয়া থানার আইসি সঞ্জয় শ্রীবাস্তবের মাথায় ভোজালি দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও দু’জন পুলিশকর্মী। তাঁদের ভরতি করা হয়েছে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে। বেশি রাতে সাঁইথিয়ায় আসেন বীরভূমের পুলিশ সুপার। আশেপাশে সমস্ত থানার ওসিদের নিয়ে রাতভর অভিযান চালান তিনি। গ্রেপ্তার করা হয় ১১ জনকে। এদিকে মঙ্গলবার সকাল থেকেই নানা ধরনের গুজব ছড়াতে শুরু করে সাঁইথিয়া শহরে। অপ্রীতিকর পরিস্থিতি রুখতে সবকটি ওয়ার্ডে মোতায়েন করা হয়েছে পুলিশ।
ছবি: সুশান্ত পাল
[গরম করতেই পোড়া গন্ধ, এবার প্লাস্টিক দুধের আতঙ্ক বালুরঘাটে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.