নন্দন দত্ত, সিউড়ি: সকালে গ্রামের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা৷ আচমকাই হুড়মুড়িয়ে দোকানে ঢুকে পড়ল একটি বাস৷ ঘটনাস্থলেই প্রাণ হারালেন ২ জন৷ গুরুতর আহত আরও ১৷ রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইয়ে৷ ঘাতক বাস ও বাসের মালিককে আটক করেছে পুলিশ৷
[চলন্ত বাস থেকে লাফিয়ে চম্পট দিল চালক, বরাতজোরে রক্ষা পেলেন যাত্রীরা]
চা তো উপলক্ষ্য মাত্র৷ আড্ডাটাই আসল৷ আড্ডার টানেই সকাল-বিকেল চায়ের দোকানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা৷ কিন্তু, সাতসকালে সেই চা দোকানে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা৷ প্রাণ গেল ২ জনের৷ গুরুতর জখম আরও ১৷ ঘটনাস্থল বীরভূমের মুরারইয়ের মিত্রপুর গ্রাম৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল আটটা নাগাদ মিত্রপুরের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন গ্রামেরই কয়েকজন৷ চলছিল আড্ডাও৷ আচমকাই ছন্দপতন! নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ওই চায়ের দোকানে ঢুকে পড়ল একটি বাস৷ বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেলেন সেন্টু শেখ ও আরবেজ শেখ নামে দুই ব্যক্তি৷ দু’জনেই মিত্রপুর গ্রামেরই বাসিন্দা৷ গুরুতর আহত হয়েছেন আরও একজন৷ দুর্ঘটনায় চায়ের দোকানটিও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত৷
[রীতিমতো ইন্টারভিউ নিয়ে কর্মী নিয়োগ, কর্পোরেট ধাঁচে চুরির ব্যবসা হুগলিতে]
কিন্তু, কীভাবে ঘটল এই দুর্ঘটনা? পুলিশ জানিয়েছেন, ঘাতক বাসটির মালিকও মুরারইয়ের মিত্রপুর গ্রামেরই বাসিন্দারা৷ চালক না আসায়, রবিবার সকালে বাসটিকে গ্যারেজ থেকে বের করছিলেন তিনি৷ কিন্তু, বাসটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি৷ হুড়মুড়িয়ে সেটি ঢুকে পড়ে গ্যারেজ লাগোয়া ওই চায়ের দোকানে৷ ঘাতক বাস ও মালিককে আটক করেছে মুরারই থানার পুলিশ৷ মালিককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা৷ এদিকে দুর্ঘটনায় ২ জন গ্রামবাসীর মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমেছে৷
[চলন্ত গাড়িতে খাঁচাবন্দি কুকুর, ভাগাড় কাণ্ডের আতঙ্ক ফিরল মেমারিতে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.