শংকর কুমার রায়, রায়গঞ্জ: অবশেষে অপেক্ষার অবসান। জাপানে আটকে থাকা উত্তর দিনাজপুরের বিনয়কুমার সরকার–সহ বাকি ভারতীয়রা নিরাপদে নয়াদিল্লি ফিরলেন বৃহস্পতিবার।যদিও এখনই উত্তরবঙ্গের বাড়িতে ফিরতে পারছেন না তিনি। ১৪ দিন দিল্লির সেনা হাসপাতালে থাকার পরই বাড়ি আসতে পারবেন তিনি। এদিকে ছেলে সুস্থভাবে দেশে ফেরায় হাঁফ ছেড়ে বেচেছেন পরিবারের সদস্যরাও। এখন বিনয়ের বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।
এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ ১১৮ জন ভারতীয়কে নিয়ে সেনাবাহিনীর বিমান নামে দিল্লি বিমানবন্দরে। সেখান থেকে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বায়ু সেনার ক্যাম্প হাসপাতালের ভর্তি করানো হয়। তবে এখনই বাড়িতে ফিরতে পারছেন না বিনয়রা। সেনাবাহিনীর হাসপাতালে চিকিৎসায় থাকতে হবে তাঁদের। ভারতে পৌঁছে এদিন ফোনে উত্তরবঙ্গের বাসিন্দা বিনয় বলেন, “দিল্লির হাসপাতালে ১৪ দিন থাকতে হবে। সেখানে ফের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর বাড়িতে যেতে পারব। তবে ফোনে মা ও স্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছে।” ফলে দেশে ফিরলেও বাড়ি ফেরার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
অন্যদিকে, ভারতে ফিরতেই উত্তর দিনাজপুরের কানকির হাতিপা গ্রামের বাড়িতে খুশির আবহ বিনয়ের পরিবারে। ছেলে বিপদসংকুল অবস্থা থেকে দীর্ঘদিন পর দেশে ফেরায় রীতিমতো আনন্দে আত্মহারা বিনয়ের মা চন্দ্রাদেবী। এদিন বাড়িতে বসে তিনি বলেন, “ছেলে যে জাপানের সমুদ্র থেকে সুস্থ অবস্থায় ভারতে ফিরে এল। এতেই শান্তি তারপর তো বাড়িতে আসবেই।” স্ত্রী মৌসুমীদেবী বলেন, “উদ্বেগে একমাস রাতে ঘুমোতে পারিনি। এখন নিশ্চিত। অনেকটা স্বস্তিতে।”
জাপানের ইয়োকোহামার সমুদ্র উপকূলে ডায়মন্ড প্রিন্সেস জাহাজের কুক বিনয়। ওই জাহাজে প্রায় এক মাস আটকে ছিল উত্তর দিনাজপুরের বিনয়কুমার সরকার–সহ ভারতীয়রা।
জাহাজের কর্মী–সহ শতাধিক যাত্রী–সহ করোনায় আক্রান্ত হয়। ফলে মাঝপথে আটকে রাখা হয় জাহাজ। করোনা ভাইরাসে আতঙ্কিত হয়ে বিনয়কুমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাপানের জাহাজে বিপদসংকুল পরিস্থিতি থেকে উদ্ধারের আরজি জানান। বিনয়ের আবেদনে সাড়া দিয়ে তৎপর হন রায়গঞ্জের সাংসদ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি দিল্লিতে বিদেশ মন্ত্রকের সঙ্গে দ্রুত যোগাযোগ করেন।তারপর জাপানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করে বিদেশমন্ত্রক। শেষপর্যন্ত সেনাবাহিনীর বিশেষ বিমানে বুধবার রাতে জাপানের টোকিও বিমান বন্দর থেকে সুস্থ ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয় এদিন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, “জাপানের জাহাজে আটতে খাকা কানকির বিনয়–সহ বাংলার সকলেই ভারতে ফিরে এসেছে। সুস্থ আছে। তারপর যাতে বাড়িতে পরিবারের কাছে দ্রুত ফিরে যেতে পারেন তার ব্যবস্থা করা হবে। আমি বিনয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করছি। শুক্রবার বিনয়ের বাড়িতে দিয়ে পরিবারের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা করব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.