ক্ষীরোদ ভট্টাচার্য: পার্টি লাইন অমান্য করে পুরভোটে কংগ্রেসের সঙ্গে জোট করার চেষ্টা৷ যে কারণে সিপিএমের অন্দরে বিমান-সূর্য ফের সমালোচনার মুখে পড়ছেন৷ দলের সংখ্যাগরিষ্ঠ অংশই সরাসরি ‘হাত’ চিহ্নর সঙ্গে জোটের সার্থকতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন তুলতে প্রস্তুত৷
চলতি মাসের ২৬-২৭ তারিখ আলিমুদ্দিনে সিপিএমের রাজ্য কমিটির বৈঠক বসছে৷ দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির উপস্থিতিতেই কংগ্রেসের সঙ্গে জোটপন্থী বিমান বসু, সূর্যকান্ত মিশ্রকে সরাসরি প্রশ্ন করবেন তাঁরা৷ দলের বড় অংশ জানতে চাইবে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে কেন ফের কংগ্রেসের উপর ভরসা? এমতাবস্থায় পুরভোটের আগে রাজ্য পার্টির ঐক্যবদ্ধ চেহারা অধরাই রয়ে গেল বলে মনে করছে বাম রাজনৈতিক মহল৷
সিপিএমের সদ্য সমাপ্ত কেন্দ্রীয় কমিটির বৈঠকেও রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের যৌক্তিকতা নিয়ে ফয়সালা হয়নি৷ এই অবস্থায় দলের বড় অংশ এবার রাজ্য কমিটির বৈঠককেই হাতিয়ার করবে বলে দলীয় সূত্রে খবর৷ পার্টির এক তরুণ রাজ্য কমিটির সদস্য আক্ষেপ করে বলেছেন, “সিপিএমের পালের হাওয়া কেড়ে নিচ্ছে বিজেপি৷ বিভিন্ন ইস্যুতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে মাটি কামড়ে পড়ে থাকলেও আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের দেখাই মেলে না৷ শুধুমাত্র রাজ্য কমিটির বৈঠক সেরেই দিল্লি উড়ে যান৷ আর এই বিষয়গুলি খুব সচেতনভাবে নজরে রাখছে রাজ্যবাসী৷ তাই কাঁথি বিধানসভা উপনির্বাচনে জামানত জব্দ হয়েছে সিপিআই প্রার্থীর৷”
রাজ্যে আসন্ন সাত পুরসভার ভোটের প্রায় সবকটিতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে তৃণমূল৷ কিন্তু সিপিএম নেতৃত্ব এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি৷ বিষয়টিকে সাংগঠনিক ব্যর্থতা হিসাবেই দেখছেন রাজ্য কমিটির তরুণ সদস্যরা৷ যদিও সিপিএম সূত্রে খবর, অতীতের রেওয়াজ মেনে এবারও পুরভোটে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট জেলা কমিটিগুলিকেই দেওয়া হবে৷ তবে শীর্ষ রাজ্য নেতৃত্ব মুখে কুলুপ আঁটায় প্রার্থী বাছাইয়ের কাজ শুরুই হয়নি৷ রাজ্য কমিটির সংখ্যাগরিষ্ঠ অংশ মুখ্যমন্ত্রী সম্পর্কে গৌতম দেবের সাম্প্রতিক মন্তব্যকেও মোটে ভাল চোখে দেখছে না৷ গৌতম দেব বিবৃতি দিয়ে ভুল স্বীকার করলেও বিষয়টিকে এখানেই থামাতে রাজি নন পার্টির একাধিক নেতা৷ তাঁদের প্রশ্ন, মাঝে-মধ্যেই এমন আলটপকা মন্তব্য আর ভুল স্বীকার কতদিন চলবে?
১৯ মার্চ রাজ্য জুড়ে একদিনের পার্টি ক্লাস-সংগঠিত করেছিল সিপিএম৷ নজিরবিহীনভাবে পার্টি ক্লাসে দলের শাখা সংগঠনগুলিকেও শামিল করা হয়েছিল৷ দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর নির্দেশে এই পার্টি ক্লাস নিয়ে জেলাভিত্তিক রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে আলিমুদ্দিনে৷ এই কর্মসূচি কতটা বাস্তবায়িত হয়েছে, রাজ্য কমিটির দু’দিনের বৈঠকে তা নিয়েও আলোচনা হবে দলীয় সূত্রের ইঙ্গিত৷ এত ডামাডোলের মধ্যেও পার্টিকে খানিকটা চাঙ্গা করতে একগুচ্ছ প্রস্তাব দিতে চলেছে বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি৷ সেই প্রস্তাব নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.