সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: পাহাড়ের উন্নয়নের সঙ্গে কোনও সমঝোতা করা হবে না বলে বুধবার নাম না করে গুরুংকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী পাহাড় সফরের রেশ কাটতে না কাটতেই বিপুল পরিমাণ বিস্ফোরক-সহ কালিম্পংয়ে গ্রেপ্তার গুরুং ঘনিষ্ঠ মোর্চা নেতা৷ এলাকায় নতুন করে অশান্তি ছড়ানোর অভিযোগে মোর্চা নেতার আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[বিয়ের সম্বন্ধ দেখতে এসে পাত্রীর টাকা-মোবাইল ছিনতাই হবু বরের]
জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল, পাহাড়ে নতুন করে অশান্তি পাকানোর লক্ষ্যে আনা হচ্ছে বিপুল পরিমাণ অস্ত্র৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ৷ হাতেনাতে মেলে সাফল্য৷ গরুবাথান এলাকায় তল্লাশি অভিযান শুরু হতেই মেলে সাফল্য৷ বিস্ফোরক সামগ্রী ডেটোনেটর ও জিলেটিন স্ট্রিক-সহ বন্দুক উদ্ধার করে পুলিশ৷ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিন জনকে হাতেনাতে গ্রেপ্তার করে কালিম্পং থানার পুলিশ৷ গরুবাথান এলাকা থেকে গ্রেপ্তারির পর আজই কালিম্পং আদালতে তিন অভিযুক্ত পেশ করে পুলিশ৷ ধৃতদের জেরা করতে ধৃতদের আরও ১০ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷
[জমির ধান খেয়েছে গরু, বৃদ্ধকে পিটিয়ে খুন প্রতিবেশীর]
জেলা পুলিশ সুপার জানিয়েছেন, বুধবার রাতে কালিম্পংয়ের গরুবাথান সীমান্ত থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে একজন গুরুং ঘনিষ্ঠ বলেন প্রাথমিক অনুমান পুলিশের৷ ধৃত বিমল ঘনিষ্ঠ মোর্চা নেতার নাম জুরন রাই৷ ধৃতদের মধ্যে একজন গাড়ির চালক ও একজন জুড়ান রাইয়ের সহযোগী বলে জানা গিয়েছে৷ পাহাড়ে মোর্চার জঙ্গি আন্দোলনের সময় থেকে অশান্তির অভিযোগে ধৃত ওই নেতার খোঁজা করছিল পুলিশ৷ দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা দিলেন এই মোর্চা নেতা৷ ধৃতের কাছ থেকে একটি বন্দুক ও ডেটোনেটর ও জিলেটিন স্টিক পাওয়া গিয়েছে৷ শক্তিশালী এই বিস্ফোরকগুলি কোথা থেকে আনা হচ্ছে? কোথায় মজুর রাখা হচ্ছিল, বিস্ফোরক মজুর রাখার উদ্দেশ্যই বা কী ছিল, তা জানতে শুরু হয়েছে জেরা৷ ধৃত ওই মোর্চা নেতাকে জেরার করে গুরুংয়ের কোনও সন্ধান পাওয়া যায় কি না, তা জানার কাজও শুরু করেছে পুলিশ৷ পুলিশের অনুমান, শান্ত পাহাড়ে নতুন করে অশান্তি ছড়াতেই অস্ত্র আনা হচ্ছিল বলে খবর৷
[যৌন অক্ষমতা! পঙ্গু স্বামীকে খুন করে মৃতদেহ ঝুলিয়ে দিলেন স্ত্রী!]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.