Advertisement
Advertisement

Breaking News

উত্তাল হতে পারে বাংলা উপকূল, জারি সতর্কতা

আজও, দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

Big wave warning issued in coast of Bengal
Published by: Kumaresh Halder
  • Posted:September 27, 2018 10:11 am
  • Updated:September 27, 2018 10:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে নিম্নচাপের ভ্রুকুটি অন্যদিকে সামুদ্রিক ঝড়ের জেরে রাজ্যের সমুদ্র উপকূলবর্তী এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করল মৌসম ভবন৷ আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আন্দামান নিকোবর ও পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে ঝড় উঠতে পারে৷ ঝড়ের জেরে উপকুলে আছড়ে পড়তে পারে বড় ঢেউ৷ পশ্চিমবঙ্গের উপকূলে আগামী রবিবার থেকে সমুদ্রের ঢেউ উত্তাল হতে পারে বলে বিশেষ সতর্কতা জারি হয়েছে৷ ফলে, সমুদ্র শান্ত না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ পর্যটকদের সমুদ্র নামার উপর কড়াকড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷

[বনধের দিনে বোমা পড়ল স্কুলেও! চাঞ্চল্য পাণ্ডুয়ায়]

শুধু পশ্চিমবঙ্গের উপকূলের নয়, সামুদ্রিক ঝড়ের তাণ্ডবের প্রভাব পড়তে পারে পশ্চিম উপকূল, দক্ষিণ তামিলনাড়ু, লাক্ষাদ্বীপে৷ বিশেষ সতর্কবার্তা জারি করে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী রবিবার পর্যন্ত পশ্চিম উপকূল, দক্ষিণ তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর সমুদ্রে বড় ঢেউ উঠতে পারে। পশ্চিম উপকূলের আজ থেকেই সামুদ্রিক ঝড়ের তাণ্ডব শুরু হওয়ার কথা থাকলেও রাজ্যে তার প্রভাব পৌঁছতে আরও দু’দিন সময় লাগে যাবে বলে হাওয়া অফিস সূত্রে খবর৷ ফলে, পরিস্থিতির উপর নজর রাখতে আজ থেকেই শুরু হয়েছে নজরদারি৷  

Advertisement

[স্মৃতি হারানো বৃদ্ধাকে ঘরে ফেরাল রেডিও, কীভাবে জানেন?]

কিন্তু, হঠাৎ কেন এই সামুদ্রিক তাণ্ডব? আবহাওয়াবিদরা জানিয়েছেন, বায়ুর গতিবেগ বেশি হওয়ার কারণেও বড় ঢেউ ওঠে৷ একদিকে বায়ুর গতিবৃদ্ধি ও অন্যদিকে পূর্ব বিহার থেকে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা সামুদ্রিক ঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি করেছে বলে জানা গিয়েছে৷ পুজোর মুখে রাজ্যের উপর নিম্নচাপের অক্ষরেখার তৈরি হওয়ায় কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ আগামিকাল, শুক্রবার থেকে পরিস্থিতি একটু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ আজও, দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

[বনধের জেরে ঘনঘন পরীক্ষার সূচি বদল, বিক্ষোভে উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়]

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, কয়েকদিনের মধ্যে দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায়ের প্রক্রিয়া শুরু হবে৷ পশ্চিম রাজস্থান থেকে মৌসুমি বায়ুর বিদায় শুরু হবে৷ এবার মৌসুমি বায়ুর বিদায় প্রক্রিয়া কিছুটা দেরিতে হচ্ছে৷ সাধারণত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে বর্ষা বিদায় শুরু হয়ে যায়৷ পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের স্বাভাবিক সময় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ৷ এটা অনেক সময় আগে-পরে হয়৷ তবে, মৌসুমি বায়ু বিদায় নিতে দেরি করলে পুজোর সময় বৃষ্টি হওয়ারও প্রবল আশঙ্কা থেকে যাচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement