আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: মুকুলপুত্র শুভ্রাংশু রায়ের বিজেপিতে যোগদান নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন বারাকপুর শিল্পাঞ্চলেরই এক তৃণমূল বিধায়কের ছেলে যোগ দিলেন গেরুয়া শিবিরে। বারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপি যোগ দিলেন নোয়াপাড়ায় বিধায়ক সুনীল সিংয়ের ছেলে আদিত্য। তাঁর সঙ্গে দল ছাড়লেন তৃণমূল কংগ্রেসের প্রায় হাজার দুয়েক কর্মীও।
লোকসভা ভোটের মুখে তিনি নিজে দল বদলেছে। এবার কী তবে অর্জুন সিংয়ের জন্য বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসেও ভাঙন ধরবে? তেমনই আশঙ্কা করছে রাজনৈতিক মহল। নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং অর্জুনের আত্মীয়। বারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর শ্যালক হন তিনি। সুনীলের ছেলে আদিত্য সিং তৃণমূল কংগ্রেসের যুবনেতা। দলের গারুলিয়া শহর সভাপতিও বটে। বিজেপিতে যোগ দিলেন আদিত্য সিং। সোমবার নোয়াপাড়ায় বিধায়ক সুনীল সিংয়ের বাড়ির সামনে তাঁর হাতে দলের পতাকা তুলে দিলেন বিজেপি নেতা ও বারাকপুর কেন্দ্রে প্রার্থী অর্জুন সিং। দল ছাড়লেন তৃণমূল কংগ্রেস হাজার দুয়েক কর্মীও। এ রাজ্যের শাসকদলের সদ্য প্রাক্তন নেতা আদিত্য সিং জানিয়েছেন, অর্জুন সিংয়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। তাঁর হাত ধরে আবার বিজেপিতে চলে এলেন।
এলাকার বিধায়কই শুধু নন, তৃণমূল কংগ্রেস পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানও ছিলেন অর্জুন সিং। কিন্তু, লোকসভা ভোটে তাঁকে টিকিট দিতে রাজ হননি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষপর্যন্ত দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। তাঁকে বারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থীও করেছে গেরুয়া শিবির। এদিকে দল ছাড়ার পর আস্থাভোটে হেরে ভাটপাড়ার পুরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন অর্জুন। লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেশের আগে নিয়মমাফিক বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.