কাগজপত্র খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসার।
রাজ কুমার, আলিপুরদুয়ার: পলাতক তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর সঙ্গে উত্তরবঙ্গ যোগ? বিধাননগর থানার পুলিশ এবার পৌঁছল ডুয়ার্সে। আজ বুধবার আলিপুরদুয়ারের ডুয়ার্সের চিলাপাতার জঙ্গল লাগোয়া একটি রিসর্টে তল্লাশি চালাল পুলিশ।
কলকাতার উপকন্ঠে বিধাননগর পুরসভা এলাকায় প্রোমোটার কিশোর হালদারের উপর হামলা হয়। রিভলভারের বাট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। বিপুল পরিমাণ টাকা দাবি করা হয়েছিল তাঁর থেকে। রক্তাক্ত অবস্থাতেই তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুরো অভিযোগ উঠেছিল তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দিকে। ঘটনার দিন থেকেই পলাতক ওই কাউন্সিলর।
গতকালই শোনা গিয়েছিল, চিলাপাতার জঙ্গলের কাছে একটি রিসর্ট রয়েছে ওই অভিযুক্ত কাউন্সিলরের। কলকাতা থেকে সেখানে গিয়ে কি অভিযুক্ত গা ঢাকা দিয়েছেন? সেই সম্ভাবনার কথাও উঠে এসেছিল। আজ বুধবার চিলাপাতার জঙ্গলের ধারের ওই রিসর্টে হানা দেয় বিধাননগর থানার পুলিশ। তিন জন আধিকারিক রিসর্টের ঘরগুলি তল্লাশি করেন। সেখানকার কর্মীদেরও জেরা করেন। রিসর্টের কাগজপত্র খতিয়ে দেখা হয়। তল্লাশি চালিয়ে ফিরে যান আধিকারিকরা। কী কারণে সেখানে যাওয়া, কোনও তথ্য তারা কি পেলেন? সেই বিষয়ে কোনও কথা বলতে চাননি তারা। আদিবাসীদের জমি নিয়ে ওই রিসর্ট বানানো হয়েছে। সেই অভিযোগও আছে।
গত তিন দিন ধরে নিখোঁজ ওই তৃণমূল কাউন্সিলর। তার খোঁজে পুলিশ তল্লাশিও চালাচ্ছে। আক্রান্ত কিশোর হালদার গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি এবং বিধাননগর পুরসভার মেয়রের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.