Advertisement
Advertisement

ভুটান থেকে সোনা পাচারের পর্দাফাঁস, ৬ কোটির বাট-সহ গ্রেপ্তার দুই ভাই

এখনও পর্যন্ত শিলিগুড়ি থেকে উদ্ধার হয়েছে ১৫২ কেজি সোনা৷

Bhutan based gold smuggling racket busted in Siliguri
Published by: Kumaresh Halder
  • Posted:August 25, 2018 3:12 pm
  • Updated:August 25, 2018 5:01 pm  

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: ভুটান থেকে সোনা পাচারের ছক বানচাল করল রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷ শিলিগুড়িতে ফের উদ্ধার ছয় কোটি টাকার পাচারের সোনা৷ ২০ কেজি সোনা-সহ শিলিগুড়িতে গ্রেপ্তার দু’ভাই৷ জানা গিয়েছে, ধৃত দুই যুবক আমদানি-রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত৷ গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, ভুটান থেকে ওই সোনা উত্তরবঙ্গে পাচারের লক্ষ্য ছিল অভিযুক্ত দুই যুবকের৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালান রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷

[পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, মৃত এক]

জানা গিয়েছে, শুক্রবার শিলিগুড়ির সেবক রোডে পায়েল সিনেমা হলের সামনের গাড়িটি আটকে তল্লাশি শুরু করা হয়৷ তল্লাশি অভিযান চলাকালীন চালকের আসনের নিচে লুকিয়ে রাখা ব্যাগ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়৷ এক কেজি ওজনের ২০টি সোনার বাট উদ্ধার করেন রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷ঘটনায় রোহিত আগরওয়াল ও নীরজ আগরওয়াল নামের দুই যুবককে গ্রেপ্তার করে জেরার কাজ শুরু হয়েছে৷ সোনা পাচার চক্রের পিছনে কে বা কারা জড়িত তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে৷

Advertisement

[প্রসবের সময় চিকিৎসকের হাতে ছিন্ন সদ্যোজাতর মাথা, মৃত্যু প্রসূতির]

গত ৮ জুলাই, একই ভাবে শিলিগুড়ির ফুলবাড়ি থেকে ১০ কেজি সোনা উদ্ধার করেন রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷ গ্রেপ্তারও করা হয় দুই পাচারকারীকে৷ ধৃতদের একজনের বাড়িতে দিল্লিতে৷ অপরজন বিহারের বাসিন্দা৷ তদন্তকারীদের দাবি, ভুটান থেকে জয়গাঁও সীমান্ত পেরিয়ে সোনা আনা হয়েছিল শিলিগুড়িতে৷ বিহারের পাচারের পরিকল্পনা ছিল৷ উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা৷

[সুপ্রিম রায়ে অবৈধ ই-মনোনয়ন, অনিশ্চিত ভাঙড়ের পাঁচ নির্দল সদস্যের ভবিষ্যৎ]

এর আগে একাধিকবার সোনা উদ্ধার করেছেন রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷ গ্রেপ্তার করা হয়েছে পাচারকারীদেরও৷ গত ১৮ জুন শিলিগুড়িতে ৩২ কেজি সোনা উদ্ধার করেছিলেন রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷ চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ১৫২ কেজি সোনা৷ যার বাজার মূল্য ৫০ কোটি টাকা৷ রাজস্ব বিভাগের গোয়েন্দাদের দাবি, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, এমনকী চিন থেকে সোনা পাচার চেষ্টা করা হয়েছিল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement