Advertisement
Advertisement

‘ভুতু’র ডাকে নির্মল হবে বর্ধমান

মিষ্টি ভুতের আহ্বান, নির্মল করো বর্ধমান।

Bhootu campaigning for Nirmal Burdwan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 19, 2017 11:41 am
  • Updated:February 19, 2017 11:41 am  

সৌরভ মাজি, বর্ধমান: মিষ্টি একটা ভূত। টেলিভিশনের পর্দায় দাঁপিয়ে বেড়িয়েছে গত এক বছর ধরে। এ ভূত সকলের ভাল চেয়েছে। ভাল করেছে। ঘরে ঘরে তার খুব আদর। ভালবেসে সকলে ডাকে ‘ভুতু’ বলে। জনপ্রিয় টেলি-সিরিয়ালের শিশুশিল্পী আরশিয়া মুখোপাধ্যায়। এই পুঁচকে মেয়ে এখন সেলিব্রেটি। জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার নির্মল জেলার প্রচারেও রাখা হয়েছে ভুতুকে।

কপ্টারে চেপে বাঘ আসছে রাজ্যে

Advertisement

দেখে নিন ভিডিওটি…

বর্ধমানের প্রচারের মুখ আরশিয়া। শহর হোক গ্রামীণ, সর্বত্রই পরিচিত মুখ ভুতু। নির্মল বর্ধমানের প্রচারে ভুতুর পরিচিত লুকটাকেই রাখা হয়েছে। জেলা প্রশাসনের তরফে প্রচারের জন্য একটি ভিডিও তৈরি করা হয়েছে। সেটি নিয়েই গ্রামেগঞ্জে চলছে প্রচার। বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহন থেকে জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। প্রশাসনিক আধিকারিক থেকে জনপ্রতিনিধি। ভোরবেলা গ্রামে গ্রামে ঘুরেছেন খোলা জায়গায় মলত্যাগ রুখতে৷ সেই প্রয়াসে বেশ কড়া ডোজ ছোট্ট ভুতুর উপস্থিতি। ভিডিওতে দেখা যাচ্ছে জেলাকে নির্মল করতে গান গেয়ে আবেদন রাখছে ভুতু৷ তাতে কাজও হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

লিভারে ফ্যাট জমেছে! একদম ভাববেন না…

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement