Advertisement
Advertisement
Bhatpara Shootout

ভাটপাড়ায় সাতসকালে শুটআউট, খুন তৃণমূল নেতা

হামলার পিছনে তৃণমূলের একাংশ জড়িত বলে অভিযোগ উঠেছে। ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন।

Bhatpara Shootout: TMC leader murdered amid WB By Election 2024

প্রতীকী ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:November 13, 2024 10:17 am
  • Updated:November 13, 2024 3:14 pm

অর্ণব দাস, বারাকপুর: নৈহাটিতে চলছে উপনির্বাচনের (WB By Election 2024) ভোট গ্রহণ। তার পাশের কেন্দ্র ভাটপাড়ায় শুটআউট (Bhatpara Shootout)। খুন তৃণমূল নেতা। মৃত নেতার নাম অশোক সাউ। তিনি ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি। গুলিবিদ্ধ নেতাকে দ্রুত নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। সব মিলিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ এলাকায়। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

জানা যাচ্ছে, এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক। সেই সময় ৭-৮ জনের একটি দুষ্কৃতী দল হামলা চালায়। কয়েক রাউন্ড গুলির পর বোমাও ছোড়া হয় বলে দাবি।  দোকানে ঢুকে প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে গুলি করে দুষ্কৃতীরা। তাঁর দেহে চারটি গুলি লাগে  বলে জানা গিয়েছে। বর্তমানে কোনও পদে ছিলেন না বলেই দলীয় সূত্রে খবর। 

Advertisement
Shootout in Bhatpara
মৃত তৃণমূল নেতা অশোক সাউ।

এই হামলার সঙ্গে তৃণমূলেরই একাংশ জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে সে কথা অস্বীকার করেছেন ভাটপাড়ার বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, “ঘটনার কথা শুনেছি। কে বা কারা গুলি চালিয়েছে তা বলা মুশকিল। সময়ের সঙ্গে সঙ্গে তা জানা যাবে।” বারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক জানান, “এই হামলার পিছনে অর্জুন সিংয়ের হাত রয়েছে।”

চায়ের দোকানের মালিক বলেন, “দোকানে অনেক ভিড় ছিল। আমি চা করছিলাম। হঠাৎ গুলি চলে। অশোক প্রতিদিন চা খেতে আসতেন। বাকি কে বা কারা গুলি চালল, কেন হামলা করল কিছু বলতে পারব না।” এক প্রত্যক্ষদর্শী বলছেন, “কী হল আমরা বুঝতে পারিনি। হঠাৎ বাইরে থেকে গুলির শব্দ আসতে থাকে। দোকানের ভিতরেও বোমা ছোড়া হয়। দুষ্কৃতীরা দোকানের ভিতরে ঢুকে আসে। আমার কোলে বাচ্চা ছিল। কোনও মতে পালিয়ে বাঁচি।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement