Advertisement
Advertisement
ভাটপাড়া

অশান্তি অব্যাহত ভাটপাড়ায়, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু দুষ্কৃতীর

বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

Bhatpara: Explosion in crude bomb manufacturing unit kills man
Published by: Subhamay Mandal
  • Posted:July 19, 2019 11:01 am
  • Updated:July 19, 2019 11:01 am  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: আবারও উত্তপ্ত কাঁকিনাড়া। বৃহস্পতিবার রাতভর বোমাবাজিতে আতঙ্ক ছড়াল ভাটপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ ওই এলাকার রামনগর কলোনির পুজো মণ্ডপের পিছনের দিকে একটি বাড়ির ছাদে বোমা বাঁধতে গিয়ে বিশ্বনাথ সরকার (৫৫) ওরফে বুলন নামে এক দুষ্কৃতী বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়। তাকে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জখম দুষ্কৃতী বিশ্বনাথ ওরফে বুলনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ওই বাড়ির ছাদ থেকে বেশ কিছু বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: ঘরে ঢুকে কাকিমাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার তরুণ]

Advertisement

প্রসঙ্গত, গত একমাসের বেশি সময় ধরে ভাটপাড়া-কাঁকিনাড়ায় অশান্তি চলছেই। গত ১৫ জুলাই ফের রণক্ষেত্রের রূপ নেয় ভাটপাড়া। থানার সামনে দফায় দফায় বোমাবাজি করে দুষ্কৃতীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছোঁড়ে পুলিশ। আতঙ্কিত হয়ে পুরসভায় ঢুকে যান স্থানীয়রা। সেখানেও দুষ্কৃতীরা চড়াও হয়ে ভাঙচুর চালায়। পুরসভার ভিতরে স্বাস্থ্যকেন্দ্রেও আটকে পড়েন মানুষ। বোমাবাজিতে আহত হন দুজন। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ভাটপাড়ার আর্যসমাজে বোমাবাজি করে বেশ কয়েকজন৷ বোমার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী৷ তখনও দফায় দফায় চলে বোমাবাজি৷ পরিস্থিতি সামাল দিতে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ৷ তপ্ত ভাটপাড়ায় বোমার ঘায়ে জখম হন এএসআই দেবদীপ মুখোপাধ্যায়৷

বৃহস্পতিবার রাতের অশান্তির পর শুক্রবার সকাল থেকে থমথমে রয়েছে ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকা। আংশিক বন্ধ রয়েছে এলাকার দোকানপাট, বাজার৷ এলাকার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেটিং৷ সূত্রের খবর, এলাকার অতি স্পর্শকাতর জায়গাগুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement