Advertisement
Advertisement
Bhatar

হবু স্ত্রীর সঙ্গে নিরিবিলিতে গল্প ‘অপরাধ’! গ্রামবাসীদের হামলার মুখে পড়ে জখম যুবক

দুপক্ষের সংঘর্ষে বাঁশ নিয়ে তাড়া এক যুবকের, ভাইরাল ভিডিও। ভাতারের এই ঘটনায় পুলিশ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।

Bhatar: Man beaten by neighbours for chatting with fiancée

অলংকরণ: অর্ঘ্য চৌধুরী।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 7, 2024 4:38 pm
  • Updated:June 7, 2024 6:24 pm

ধীমান রায়, কাটোয়া: বিয়ে ঠিক হওয়ার পর হবু স্ত্রীর সঙ্গে নিরিবিলিতে গল্প করা যে এতখানি ‘অপরাধ’, তা কখনও ভাবতেও পারেননি পূর্ব বর্ধমানের ভাতারের যুবক। আর তা করতে গিয়েই গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হল তাঁকে। শুধু তাই নয়, এনিয়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহতও হলেন কেউ কেউ। মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি এক যুবক। ঘটনায় গ্রেপ্তার মোট ১১ জন। তাদের বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ।

ভাতারে দুই দলের সংঘর্ষের মাঝে বাঁশ হাতে তাড়া এক যুবক। ভাইরাল সেই ভিডিও।

বৃহস্পতিবার ভাতারের (Bhatar) এরুয়ার গ্রামের বাসিন্দা এক যুবকের সঙ্গে বলগোনা বাজারের পাশের গ্রামের তরুণীর বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবে। বুধবার বিকেলে এরুয়ারের ওই যুবক তাঁর হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। তাঁরা বলগোনা বাজারের অদূরে শিকোত্তর গ্রামের কাছে মাঠের ধারে নিরিবিলি জায়গায় গল্প করছিলেন। অভিযোগ, ওইসময় শিকোত্তর গ্রামের বাসিন্দা কয়েকজন তরুণ তাঁদের কাছে গিয়ে রীতিমতো হুঁশিয়ারির সুরে জানান, এভাবে নিজেদের এলাকায় বসে গল্পগুজব করা যাবে না। এনিয়ে একপ্রস্থ কথা কাটাকাটি হয় তাঁদের। তবে আর কথা না বাড়িয়ে ওই যুগল বলগোনার দিকে চলে যান।

Advertisement

[আরও পড়ুন: মানহানির মামলায় স্বস্তি, জামিন পেলেন রাহুল গান্ধী]

কিন্তু তার পরও বিপদ কাটেনি। জানা গিয়েছে, ওই ঘটনার জেরে এরুয়ার গ্রামের কয়েকজন যুবক বৃহস্পতিবার সন্ধে নাগাদ বলগোনা বাজারে গিয়ে শিকোত্তর গ্রামের ওই ‘হুমকিদাতা’ যুবকদের খুঁজতে থাকে। একটি চায়ের দোকানের কাছে পেয়েও যায় তাঁদের। এর পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ (Clash) বেঁধে যায়। অভিযোগ, সেসময় একটি মোটা লম্বা বাঁশ উঁচিয়ে এরুয়ার গ্রামের এক যুবককে সজোরে আঘাত করতে। ওইসময় সংঘর্ষের দৃশ্য কেউ মোবাইল ক্যামেরায় তুলে রাখেন। তা নিমেষে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল (Viral) হয়। বাঁশের আঘাতে জখম যুবক এরুয়ার গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। তার নাম রাজীব মণ্ডল।

[আরও পড়ুন: বসিরহাটে বিজেপির রেখার হার নিয়ে মুখ খুললেন শাহজাহান, কী বললেন?]

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৫ জন শিকোত্তর গ্রামের বাসিন্দা। বাকি ৬ জনের মধ্যে ৪ জনের এরুয়ার গ্রামে বাড়ি। একজন মুরাতিপুরের এবং একজন মান্দারডিহি গ্রামের বাসিন্দা। তারা সবাই একে অপরের বন্ধু।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement