ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: মৃত্যুর পর দলবদল করলেন নানুরের স্বরূপ গড়াই! নাহলে রাতারাতি তাঁর পরিবারকে দেওয়া সাহায্যের চেক আটকে দিল কেন বিজেপি? যে স্বরূপ গড়াইয়ের মৃত্যুর পর তাঁকে দলীয় কর্মী বলে দাবি করে সাহায্যের আশ্বাস দিয়েছিল বিজেপি, সেই স্বরূপের পরিবারকেই এখন সাহায্য করতে নারাজ গেরুয়া শিবির।
স্বরূপ গড়াইয়ের মৃত্যুকে কেন্দ্র করে মাস দেড়েক আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। নানুরে নিহত স্বরূপ গড়াইকে নিজেদের সক্রিয় কর্মী বলে দাবি করে গেরুয়া শিবির।মৃত স্বরূপের পরিবারের পাশেও দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। স্বামীর মৃত্যুর কয়েকদিনের মধ্যেই তাঁর স্ত্রী চায়না গড়াইয়ের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন বিজেপি নেতা মুকুল রায়। সেই চেক ভাঙাতে গিয়েই সমস্যার সম্মুখীন হল নিহতের পরিবার। ব্যাংকের তরফে জানানো হল, বৈধ নয় বিজেপির দেওয়া ওই চেক। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চায়নাদেবী।
৬ সেপ্টেম্বর সন্ধেয় রামকৃষ্ণপুরের গড়াই পাড়ায় রাধাষ্টমী পুজোর খাওয়া দাওয়ার প্রস্তুতি চলার সময় হঠাৎ কিছু দুষ্কৃতী ব্যাপক বোমাবাজি শুরু করে এবং গুলি চালায়। সেই সময়ই স্বরূপ গড়াই নামে এক গ্রামবাসী গুলিবিদ্ধ হন। স্বরূপকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। স্বরূপ গড়াইয়ের মৃত্যুর পরই বিজেপির তরফে দাবি করা হয়, ওই যুবক দলের সক্রিয় কর্মী। এরপর একাধিকবার নানুরে যান বিজেপি নেতৃ্ত্ব। মৃত কর্মীর পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। ১৫ সেপ্টেম্বর গ্রামে গিয়ে মৃতের স্ত্রীর হাতে পাঁচ লক্ষ টাকার একটি চেক তুলে দেন খোদ বিজেপি নেতা মুকুল রায়।
গত মাসে সেই চেক ভাঙাতে ব্যাংকে যান চায়নাদেবী। সেখানেই সমস্যার সূত্রপাত। ব্যাংক জানিয়েছে, বিজেপির তরফে স্বরূপ গড়াইয়ের পরিবারকে দেওয়া চেকটি আদৌ বৈধ নয়। সেটির ‘স্টপ পেমেন্ট’ এর নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই গোটা বিষয়টি সকলকে জানান স্বরূপের স্ত্রী। তাঁর প্রশ্ন, চেকটি যখন বাতিলই করে দেওয়া হল, তাহলে ঘটা করে প্রতিশ্রুতি দেওয়ার কী প্রয়োজন ছিল? এরপর কী হবে তাঁর সন্তানদের?
এ বিষয়ে প্রশ্ন করা হলে নির্লিপ্তভাবেই এক বিজেপি নেতা জানান, চেক বিলির পর চায়নাদেবী দাবি করছেন, তাঁর স্বামী তৃণমূল কর্মী ছিলেন। যদি তাই হয়ে থাকে সেক্ষেত্রে আর্থিক সাহায্য করতে দল দায়বদ্ধ নয়।
চায়নাদেবীর কথায়, তিনি কখনই বলেননি যে তাঁর স্বামী বিজেপি কর্মী। অভিযোগ, স্বামীর মৃত্যুর পর কিছু বুঝে ওঠার আগেই তাঁর গায়ে গেরুয়া তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল। কিছু বলারই সুযোগ দেওয়া হয়নি। স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ সিনহা বলেন, স্বরূপ গড়াইয়ের মৃত্যুকে তুরুপের তাস করে বাংলায় নিজেদের ঘাঁটি শক্ত করতে চেয়েছিল বিজেপি শিবির। তা হবে না বুঝতে পেরেই এই চেক বাতিলের সিদ্ধান্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.