Advertisement
Advertisement

Breaking News

ভারতী ঘোষ, নুসরত জাহান

নারীসুরক্ষা নিয়ে নুসরতকে বেনজির আক্রমণ ভারতীর

ভোটের দিনে কেউ গন্ডগোল করলে তাকে যোগ্য জবাব দেওয়ার বার্তা ঘাটালের বিজেপি প্রার্থীর৷

Bharati Ghosh attacks TMC's star candidate Nusrat Jahan at Hasnabad
Published by: Sayani Sen
  • Posted:May 16, 2019 5:02 pm
  • Updated:May 16, 2019 5:02 pm  

নবেন্দু ঘোষ, বসিরহাট: দলীয় প্রার্থী সায়ন্তন বসুর শেষবেলার প্রচারে এসে নুসরত জাহানকে বেনজির আক্রমণ করলেন ভারতী ঘোষ৷ পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের ইস্যুকে তুলে তৃণমূলের তারকা প্রার্থীকে খোঁচা দেন তিনি৷ তাঁর কথায়, ‘‘যিনি গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তকে পালাতে সাহায্য করেন তিনি নারী সুরক্ষা, গণতন্ত্রের লজ্জা৷ মুখে রং মেখে সারাদিন অভিনয় করে যাচ্ছেন৷ ভোট যেই হবে টালিগঞ্জের স্টুডিওয় ফিরে যাবেন৷’’ এছাড়াও একাধিক ইস্যুতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন ভারতী ঘোষ

[ আরও পড়ুন: ‘বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে কমিশন’, বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর]

নির্বাচন কমিশনের নির্দেশে বাংলায় জারি হয়েছে সংবিধানের ৩২৪ ধারা৷ তার জেরে বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে বন্ধ হয়ে যাবে ভোটপ্রচার৷ এই প্রথমবারই সম্ভবত কোনও রাজ্যের ক্ষেত্রে প্রচারের সময়সীমা কমিয়ে নেওয়া হল বলেই দাবি রাজনীতিকদের৷ বুধবার রাতের ঘোষণার পর থেকে এই ইস্যুতে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপির কাছে কমিশন বিক্রি হয়ে গিয়েছে বলেও ডায়মন্ড হারবারের মন্দিরবাজারের সভা থেকে তোপ দাগেন তিনি৷ এই অভিযোগের পালটা জবাব দিলেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ৷ বসিরহাটের প্রার্থী সায়ন্তন বসুর প্রচারে হাসনাবাদের বাইলানি বাজারে সভা করেন তিনি৷ ওই সভায় ভারতী বলেন, ‘‘৩২৪ ধারা বাংলায় জারি হয়েছে৷ তা লজ্জা-কলঙ্কেরও৷ সমস্ত দেশ দেখছে বাংলায় কীভাবে এই নির্বাচন হচ্ছে৷ কাশ্মীরে পরিবর্তন এবং পাকিস্তান হয়ে যাচ্ছে বাংলা৷’’

Advertisement

[ আরও পড়ুন: কমেছে প্রচারের সময়, শেষ মুহূর্তে রোড শোয়ে নেপালদেব-ইয়েচুরি]

ভোটের দিনে কেউ গন্ডগোল করলে তাকে যোগ্য জবাব দেওয়ার বার্তা দেন ঘাটালের বিজেপি প্রার্থী৷ তাঁর কথায়, ‘‘ভোটের দিনে কোনও অন্যায় সহ্য করবেন না৷ মারামারি করার চেষ্টা করলে ঋণ মনে করে সুদ আসলে ফেরত দেবেন৷ আমরা আপনাদের পাশে আছি৷ ভোটকেন্দ্রে ভয়শূন্য চিত্তে মাথা উঁচু করে যাবেন৷’’ ঘাটালের বিজেপি প্রার্থীর এই মন্তব্যে মাথাচাড়া দিয়েছে নানা বিতর্ক৷ শেষ দফার নির্বাচনের আগে অশান্তি তৈরিতে তিনি ইন্ধন দেওয়ার চেষ্টা করছেন বলেই দাবি রাজনৈতিক মহলের৷ লোকসভা নির্বাচনে বসিরহাটে মূলত লড়াই দ্বিপাক্ষিক৷ রাজনীতিতে আনকোরা তৃণমূল প্রার্থী নুসরত নাকি পদ্ম শিবিরের প্রার্থী সায়ন্তন, শেষ হাসি কে হাসেন সেটাই এখন দেখার৷

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement