স্টাফ রিপোর্টার: বারোজন পেয়েছিলেন আগেই। এবার পেলেন আরও তেরো। ভাইরাসের আঘাতে তারা দিশাহীন। অথৈ জলে ভবিষ্যৎ। করোনায় (Coronavirus) যাদের মা-বাবা চলে গিয়েছে দু’হাতে তাদের ঘিরেছে স্নেহের দেওয়াল। সেই দু’হাতের একবাহু ভারত সেবাশ্রম সংঘ (Bharat Sevashram Sangha) অন্য বাহু সংবাদ প্রতিদিনের।
করোনায় স্বজন হারানো শিশুদের পাশে দাঁড়াতে হাত ধরাধরি করে বনস্পতি ভারত সেবাশ্রম সংঘ–সংবাদ প্রতিদিন। ২০২১ সালে পুজো শুরুর আগে অক্টোবর মাসে ১২ জন শিশুর হাতে তুলে দেওয়া হয়েছিল আর্থিক সাহায্য। যেখানে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নীশান্তদেব ঘটক। বন্যা এবং পরিবহনের সমস্যায় অনেকেই সেসময় বালিগঞ্জের ভারত সেবাশ্রম দপ্তরেরে পৌঁছতে পারেননি।
মানবিক এই প্রকল্পে উত্তরবঙ্গের শিলিগুড়িতে আরও তেরোজন শিশু কিশোরের হাতে তুলে দেওয়া হল ১০ হাজার টাকা করে। আগামী দিনেও এভাবেই স্বজন হারানো শিশুদের পাশে থাকবে আদর।
গোটা বাংলা জুড়েই ছড়িয়ে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। আগামী দিনে সংঘের মেদিনীপুর, মালদহ, বীরভূম শাখার মাধ্যমে আরও শিশুদের হাতে তুলে দেওয়া হবে সাহায্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.