দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের প্রাণগঞ্জে৷ রবিবার সকালে পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়৷ তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে বলেই দাবি পরিবারের৷
শনিবার রাতে বাড়ি থেকে বেরোন শিবু দেবনাথ নামে বছর ষাটের ওই ব্যক্তি৷ পরিবারের দাবি, কয়েকজন যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁকে৷ এরপর সারা রাত আর শিবুর কোনও খোঁজ মেলেনি৷ গোটা এলাকায় খোঁজাখুঁজি করেও, পাওয়া যায়নি তাঁকে৷ রবিবার সকালে বাড়ির কাছেই এক পুকুরে ওই বৃদ্ধের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে একে একে জড়ো হন শিবু দেবনাথের পরিবারের লোকজনেরা৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার পুলিশ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ শিবু দেবনাথের দেহে মিলেছে আঘাতের চিহ্ন৷ প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, জলে ডুবে গিয়েই মৃত্যু হয়েছে শিবু দেবনাথের৷
যদিও ওই তৃণমূল কর্মীর পরিবারের দাবি, রাতে বাড়ি থেকে তাঁকে বেশ কয়েকজন ডেকে নিয়ে যায়৷ তারাই শিবু দেবনাথকে পরিকল্পনামাফিক খুন করেছে৷ খুনের পর দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলেই দাবি শিবুর পরিবারের৷ তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত ছিলেন নিহত ওই ব্যক্তি৷ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কেউ তাঁকে খুন করেছে বলে দাবি স্থানীয় দলীয় নেতৃত্বেরও৷
রবিবার সকালে পুলিশ দেহ উদ্ধার করতে আসে৷ অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা৷ শিবু দেবনাথের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়৷ পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ উঠে যায়৷ পরিস্থিতি স্বাভাবিক হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.