অর্ণব দাস, বারাসত: আর জি কর ইস্যুতে প্রতিবাদের আবহে কেটেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আলোর উৎসবেও জ্বলেছে দ্রোহের দীপশিখা। এবার ভাইফোঁটাতেও জারি থাকছে সেই প্রতিবাদ। ভাইয়ের মঙ্গলকামনায় বোনেরা পাত সাজাবেন ‘বিচার’ বার্তা দেওয়া সন্দেশে। শুনে অবাক হচ্ছেন? ঘটনা খাঁটি সত্যি। উত্তর ২৪ পরগনার অশোকনগরের এক মিষ্টান্ন প্রস্তুতকারী সংস্থা এমনই বিশেষ সন্দেশ তৈরি করেছে। ক্ষীরের সন্দেশের উপর প্রতিবাদের আগুন, সঙ্গে ইংরাজিতে লেখা – JUSTICE. আর ভাইফোঁটার আগে সেই মিষ্টি কিনতে চাহিদা তুঙ্গে। ক্রেতারা বলছেন, মিষ্টির এই অভিনবত্ব সত্যিই প্রশংসনীয়।
পুজোর ঠিক আগেই আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডে গোটা দেশে প্রতিবাদের আগুন জ্বালিয়েছে। সুবিচারের দাবিতে গর্জে উঠেছেন প্রবাসী ভারতীয়রাও। উৎসবের মাঝেও প্রতিবাদের সুর থামেনি কোথাও। আর জি করের ঘটনার বিচারপ্রক্রিয়া চলছে। তবে দোষীর দ্রুত কঠোরতম শাস্তির দাবিতে সরব সব মহল। ভাইফোঁটা উপলক্ষে অশোকনগরের ‘বিচার’ সন্দেশ তারই একটি অংশ।
অশোকনগরের ওই দোকানটি প্রতি বছরই উৎসবের মরশুমে কোনও না কোনও বিশেষ মিষ্টি বানিয়ে থাকে। ভাবনায় অভিনবত্বও থাকে তাদের। এবার ভাইফোঁটায় তাদের চমক ‘জাস্টিস’ সন্দেশ। ক্ষীরের সন্দেশের উপর নকশা হিসেবে ‘জাস্টিস’-এর পাশাপাশি লাল-হলুদ আগুনের ছোঁয়া। তাতেই যেন আরও জীবন্ত হয়ে উঠেছে প্রতিবাদের এই ব্যতিক্রমী প্রতীক। ক্রেতারা বলছেন, ভাইফোঁটায় ভাইয়ের পাতে এই মিষ্টি বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ভাই-বোনের এমন পবিত্র উৎসবে বোনেদের প্রতি অন্যায়ের সুবিচারের দাবিতে এটাই যেন ভাইদের প্রতীক। আর এহেন ভাবনার জন্য মিষ্টান্ন প্রস্তুতকারকদের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন এলাকাবাসী। দাম কত? জানা যাচ্ছে, তাও সাধ্যের মধ্যেই। আর তাই হু হু বিক্রি হচ্ছে ‘জাস্টিস’ সন্দেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.